এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২১ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে এক কিশোরীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গনধর্ষণের ঘটনা ঘটেছে ৷ এই ঘটনায় ৪ কিশোরসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার পুলিশ । ধৃত ৪ নাবালক স্কুল ছাত্র বলে জানা গেছে । ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ,প্রাণে মারার হুমকিসহ একাধিক ধারায় মামলা রজু করা হয়েছে । নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৷
জানা গেছে,ঘটনাটি ঘটেছে গত সোমবার৷ ওইদিন সন্ধ্যা নাগাদ এক বান্ধবীর সাথে সঙ্গে গ্রামের একটি দোকানে কিছু কেনাকাটা করতে গিয়েছিল নবম শ্রেণীর ওই ছাত্রী৷ সেই সময় অভিযুক্ত ৪ নরাধম তাদের পথ আটকায় । তারপর তারা নবম শ্রেণীর ওই ছাত্রীকে রাস্তা থেকে তুলে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায় । সেখানে ৬ জন মিলে তার উপর উপর্যুপরি পাশবিক অত্যাচার চালায় । এমনকি ঘটনার কথা ফাঁস করলে অভিযুক্তরা কিশোরীকে প্রাণে মারার হুমকিও দেয় বলে অভিযোগ ।
জানা গেছে,পাশবিক নির্যাতনের পর কিশোরী অসুস্থ হয়ে পড়ে । কিন্তু সে হুমকি ও লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন করে যায় । কিন্তু বৃহস্পতিবার থাকতে না পেরে স্কুলের গিয়ে এক বান্ধবীকে ঘটনার কথা সব খুলে বলে । সেই বান্ধবীর কাছ থেকে ঘটনার কথা শুনে এক শিক্ষককে আউশগ্রাম থানায় খবর দেয় ৷ পরে পুলিশের পরামর্শে বৃহস্পতিবার রাতেই নির্যাতিতার মা থানায় ৬ অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন । এরপর রাতেই অভিযান চালিয়ে ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ।।
Author : Eidin.

