বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার রায় ঘোষণা করেছে সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তরফে হাসিনার মৃত্যুদণ্ডের আবেদন জানানো হয় । আদালত সেই আবেদনে সাড়া দিয়ে শেখ হাসিনা এবং অপর দুই আসামি হাসিনার মন্ত্রিসভার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে । কিন্তু হাসিনা ও আসাদুজ্জামান বর্তমানে ভারতে বহাল তবিয়তে আছেন । মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাদের বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য ইতিমধ্যে ভারতের কাছে আবেদনও জানিয়েছে । কিন্তু নয়াদিল্লি সেই আবেদন নিয়ে এখনো পর্যন্ত কোনো উচ্চবাচ্চ করেনি । এই পরিস্থিতিতে হাসিনাকি কি উপায়ে বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর করা যায়,তা নিয়ে সেদেশের টিভি চ্যানেলগুলি চুলচেড়া বিশ্লেষণ শুরু করেছে ।
তারমধ্যে একটি চ্যানেলের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশের পটুয়াখালীর বিএনপির প্রাক্তন সংসদ সদস্য গোলাম মাওলা রনির বক্তব্যের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ওই বিএনপি নেতা নিজের মতামতে জানিয়েছেন যে, যদি মুসলিম বিশ্ব একজোট হয়ে “গাজওয়াতুল হিন্দ” বাস্তবায়ন করে তাহলে ভারত দখলের পর দিল্লির লাল কেল্লাতেই শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হবে ।
গোলাম মাওলা রনি বলেছেন,’ভারত যদি আমাদের কথা না শোনে, আর মুসলিম বিশ্বের কাছে আমরা যদি আহ্বান জানাই এবং গাজওয়াতুল হিন্দ চালু হয়ে যায়,তাহলে তো দিল্লিকে দখল করা আমাদের জন্য কোনো বিষয় নয়।’
উপস্থাপক প্রশ্ন করেন, “শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো বিকল্প বাংলাদেশের সামনে আছে ?”
উত্তরে তিনি বলেন,’বাংলাদেশ এখন ভারতকে বাধ্য করতে পারে যে আগামী ২৪ ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে আমাদের হাতে যদি তুলে দেওয়া না হয় তাহলে সেভেন সিস্টার্স তোমাদের আর থাকবে না । এই মুহুর্তে বাংলাদেশে আমাদের যে বিপ্লবীরা আছেন,তারা গাজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখেন, কাজেই ভারত যদি আমাদের কথা না শোনে, আর আমরা যদি মুসলিম বিশ্বের কাছে আহ্বান জানাই,এবং গাজওয়াতুল হিন্দ চালু হয়ে যায়,তাহলে তো দিল্লিকে দখল করা আমাদের জন্য কোনো বিষয় নয় । তখন কি করা যাবে, আগে যেমন আমরা শেখ হাসিনাকে ঢাকা শহরে এনে ফাঁসি দিতাম,তখন দিল্লির লাল কেল্লার সামনে ফাঁসি দেওয়াটা সমস্যা নয় । হতে পারে এরকম ।’
ওই বিএনপি নেতা দ্বিতীয় বিকল্পের কথাও উল্লেখ করেছেন । আর সেটা হল, বাংলাদেশের বর্তমান অন্তবর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস তার “ম্যাগনেটিক এন্ড ম্যাজিক্যাল” পাওয়ার ব্যবহার করে নরেন্দ্র মোদীকে যদি হুকুম দেন যে যদি আপনি এই সময়ের মধ্যে শেখ হাসিনাকে প্রত্যার্পন না করেন তাহলে পুরো ওয়েস্ট, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সঙ্গে ভারতের যত বানিজ্যিক সম্পর্ক রয়েছে, মিলিটারি পাওয়ার রয়েছে এবং কৌশলগত সম্পর্ক রয়েছে, আমি ডঃ ইউনূস আমার ম্যাজিক্যাল ম্যাগনেটিক পাওয়ার ব্যবহার করে সমস্ত ভারতের রাজনীতি অর্থনীতি তছনছ করে দেবো । ইট ক্যান বি ডান ।
কে এই গোলাম মাওলা রনি?
বছর ৬০ বয়স্ক গোলাম মাওযলা রনি একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। তিনি পটুয়াখালী-৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিত্বকারী প্রাক্তন জাতীয় সংসদ সদস্য । কিন্তু তিনি ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বা বিএনপিতে যোগদান করেন। রনি চারটি বইয়ের লেখক । মূলত মুঘল হানাদারদের মহিমান্বিত করে তিনি ওই বইগুলি লিখেছেন । তাকে ভারত ও হিন্দু বিদ্বেষী বলে মনে করা হয় ।।
Author : Eidin.

