এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,২০ নভেম্বর : গাজায় যেভাবে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম “আল জাজিরা” লড়াই কড়েছিল, ঠিক একই কায়দায় জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিল ‘কাশ্মীর টাইমস’ (Kashmir Times) নামে একটি সংবাদমাধ্যম । আজ বৃহস্পতিবার সকাল থেকে জম্মুর প্রখ্যাত সংবাদমাধ্যম ‘কাশ্মীর টাইমস’-এর কার্যালয়ে অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (SIA) । “মারুফ নিউজ পেপার”-এর অফিসেও চলে অভিযান । তবে ‘কাশ্মীর টাইমস’-এর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র মজুত দেখে চোখ কপালে উঠে যায় তদন্তকারী দলের । ওই সংবাদমাধ্যমের অফিস থেকে একে-৪৭ (AK-47) রাইফেলের কার্তুজ, পিস্তলের রাউন্ড এবং তিনটি গ্রেনেড লিভার উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। তবে ওই সংবাদপত্রটি দীর্ঘ দিন ধরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে মদত দিয়ে আসছিল বলে অভিযোগ উঠছিল ।
পুলিশ জানিয়েছে,দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে বিপন্ন করার চেষ্টা, অসন্তোষ ছড়ানো এবং বিচ্ছিন্নতাবাদকে মহিমান্বিত করার মতো গুরুতর অভিযোগে ‘কাশ্মীর টাইমস’-এর বিরুদ্ধে একটি এফআইআর রজু করা হয়েছে । এফআইআর -এ ‘কাশ্মীর টাইমস’-এর কার্যনির্বাহী সম্পাদক অনুরাধা ভাসিনের(Anuradha Bhasin) নামও রয়েছে। প্রসঙ্গত,জম্মু-ভিত্তিক কাশ্মীর টাইমসের সম্পাদক অনুরাধা ভাসিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাষ্ট্রদোহীতার অভিযোগ উঠছিল । তিনি ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা করেছিলেন । তার অধীনে কাশ্মীর টাইমসের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর লেখা প্রকাশের অভিযোগ রয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতে, SIA সংগঠনের জম্মু অফিসে অভিযান চালিয়েছে। SIA দল জম্মুর রেসিডেন্সি রোডে অবস্থিত অফিসে নথিপত্র এবং কম্পিউটারের পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই কাশ্মীর টাইমস এবং এর প্রোমোটারদের বিরুদ্ধে একটি FIR দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে প্রশাসন শ্রীনগর প্রেস এনক্লেভে অবস্থিত কাশ্মীর টাইমস অফিস সিলগালা করে দেয়। অভিযানের পর, কাশ্মীর টাইমস একটি বিবৃতি জারি করে বলে যে এই পদক্ষেপ তাদের নীরব করার আরেকটি প্রচেষ্টা। তারা বলেছিল,’আমরা স্বাধীন এবং সমালোচনামূলক সাংবাদিকতা অনুশীলন চালিয়ে যাওয়ার কারণে আমাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। আমরা সেই কয়েকটি মিডিয়া সংস্থার মধ্যে একটি যারা প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার সাহস করে। অভিযোগগুলি আমাদের ভয় দেখানো এবং মানহানির প্রচেষ্টা, কিন্তু আমরা চুপ করে থাকব না।”
উল্লেখ্য,১৯৫৪ সালে বেদ ভাসিন সাপ্তাহিক পত্রিকা হিসেবে ‘কাশ্মীর টাইমস’ শুরু করেন । ১৯৬৪ সাল থেকে এটি দৈনিক সংবাদপত্র হিসাবে প্রকাশিত হতে থাকে । আজ ওই সংবাদপত্রের অফিসে অভিযান প্রসঙ্গে উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর সিং চৌধুরী বলেন, কেবল চাপ তৈরির জন্য নয়, কেবল অন্যায় প্রমাণিত হলেই ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বলেন,’যদি কিছু ভুল হয়ে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু কেবল চাপ তৈরির জন্য তা করা ভুল হবে।’।

