এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৩ সেপ্টেম্বর : শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদা জেলার পুকুরিয়া থানার নাগরাই গ্রামে । সোমবার সকালে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । পুলিশ জানিয়েছে,মৃতার নাম আসমা বিবি(৩৯) । মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করার জন্যই তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে । পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।
জানা গেছে,চাঁদপাড়া গ্রামের বাসিন্দা সেখ নাফুলের মেয়ে আসমা বিবি । নাগরাই গ্রামের বাসিন্দা শেখ নবীর সঙ্গে তাঁর দেখাশোনা করে বিয়ে হয়েছিল । তাঁদের একটি ছেলে ও মেয়ে রয়েছে । মৃতার আত্মীয়
শেখ এনামুল, এসকে সামিরুল ইসলামদের অভিযোগ, ‘বছর চারেক ধরে স্থানীয় এক মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে শেখ নবীর । এনিয়ে আসমা বিবি প্রতিবাদ করলে তার উপর অত্যাচার করা হত । এমনকি বাপের বাড়ি থেকে অতিরিক্ত পন আনার জন্যও চাপ দিত নবী । না আনায় অত্যাচারের মাত্রা আরও বেড়ে গিয়েছিল ।’ পাশাপাশি তাঁরা বলেন, ‘রবিবার বিকেলে খবর পাই স্বামী-স্ত্রীর মধ্যে ফের একপ্রস্থ অশান্তি হয়েছে । তারই মাঝে আসমাকে খুব মারধর করেছে নবী । এরপর এদিন সকালে ফোনে প্রতিবেশীরা জানায় আসমা নাকি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে । সঙ্গে সঙ্গে আমরা নাগরাই গ্রামে ছুটে যাই । দেখি শ্বশুরবাড়ির ঘরের মধ্যে আসমার মৃতদেহটি হাঁটু মোড়া অবস্থায় ঝুলছে । হাঁটু দুটো মাটিতে ঠেকে রয়েছে । তখন আসমার স্বামী বাড়িতেই ছিল ।’ তাঁদের দাবি, ‘এভাবে কেউ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হতে পারে না । আমাদের সন্দেহ আসমাকে মারার পর ঝুলিয়ে দিয়েছে তাঁর স্বামী । আমরা চাই অভিযুক্ত শেখ নবীরও যেন ফাঁসির সাজা হয় ।’ এই ঘটনায় মৃতার দাদা শেখ জামিরুল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । তবে তিনি খুনের অভিযোগ দায়ের করেননি বলে পুলিশ সুত্রে জানা গেছে ।।