এইদিন স্পোর্টস নিউজ,২০ নভেম্বর : পার্থে অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আগামী কাল শুক্রবার (২১ নভেম্বর) । সিরিজ শুরুর আগেই ইনজুরিতে জেরবার অস্ট্রেলিয়া দল। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স অনুপস্থিত থাকায় এবার অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। হ্যামস্ট্রিং সমস্যার কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন জশ হ্যাজেলউডও। নিয়মিত তিন পেসারের মধ্যে মিচেল স্টার্কই কেবলমাত্র পুরোপুরি ফিট। তাই স্বাভাবিকভাবেই প্রথম টেস্টে দলে জায়গা পাচ্ছেন এক নতুন পেসার। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) টেস্ট শুরুর আগের দিন স্মিথ পার্থ টেস্টের একাদশ ঘোষণা করেন। ইংল্যান্ডের বিপক্ষে অপ্টাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হতে যাচ্ছে দুই ক্রিকেটারের—ফাস্ট বোলার ব্রেন্ডন ডগেট এবং ওপেনার জ্যাক ওয়েদারাল্ড।
হ্যাজেলউডের ইনজুরির পর ডগেটকে একাদশে অন্তর্ভুক্ত হওয়া এক প্রকার নিশ্চিত ছিল । অস্ট্রেলিয়ার ইতিহাসে তৃতীয় আদিবাসী (অ্যাবরিজিনাল) ক্রিকেটার হিসেবে টেস্টে নাম লেখাতে যাচ্ছেন তিনি। এর আগে জেসন গিলেস্পি ও স্কট বোল্যান্ড অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন। স্টার্ক ও বোল্যান্ডের সঙ্গে ডগেট হবেন অজিদের তৃতীয় পেসার। একাদশে আরও কিছু পরিবর্তন এসেছে। অলরাউন্ডার বিউ ওয়েবস্টার জায়গা হারিয়েছেন। তিন নম্বরে ফিরে এসেছেন মার্নাস লাবুশেন এবং শীর্ষ ছয়ে ফিরে এসেছেন ক্যামেরন গ্রিনও।
গত জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর থেকেই বাইরে ছিলেন লাবুশেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিবীয় সিরিজেও খেলা হয়নি তার। তবে শেফিল্ড শিল্ডে দুর্দান্ত ফর্ম দেখানোর পর অ্যাশেজ দলে সুযোগ পান তিনি। পার্থ টেস্টে তিন নম্বর পজিশনে তাকেই ভরসা করছে অস্ট্রেলিয়া। ২০১৯ সালের পর এই প্রথম এক টেস্টে দু’জন নতুন ক্রিকেটারকে সুযোগ দিচ্ছে অঅস্ট্রেলিয়া । অ্যাশেজে এমন ঘটনা সর্বশেষ হয়েছিল ২০১১ সালে।
পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:
জ্যাক ওয়েদারাল্ড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লায়ন, ব্রেন্ডন ডগেট, স্কট বোল্যান্ড।

