এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২০ নভেম্বর : ফের ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া । এবারে ইউক্রেনের পশ্চিমাঞ্চলজুড়ে বড় ধরনের হামলায় তিন শিশুসহ ২৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে । আহত হয়েছে আরও অন্তত ৯৩ জন। গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর এটিই ইউক্রেনে রাশিয়ার অন্যতম প্রাণঘাতি হামলা।
বুধবার (১৯ নভেম্বর) ভোরে রুশ বাহিনী ইউক্রেনের টার্পোনিল শহরে এই হামলায চালিয়েছে বলে জানা যায় । ইউক্রেনের লভিভ এবং ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলেও হামলা চালিয়েছে রাশিয়া । উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের তিনটি জেলায় ড্রোন হামলায় ৩০ জনেরও বেশি লোক আহত হয়েছে । ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ান এক্স-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র আবাসিক ফ্ল্যাটে আঘাত করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, টার্পোনিল হামলায় উল্লেখযোগ্য ধ্বংসযজ্ঞ ঘটেছে এবং অনেক হতাহত ধ্বংসস্তূপের মধ্যে পড়ে আছেন বলে জানা গেছে। এই হামলায় রাশিয়া ৪৭০টির বেশি ড্রোন এবং ৪৭টির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এছাড়া দেশটির বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথাও জানানো হয়েছে।
এর আগে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর খারকিভে রুশ হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।।

