এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২০ নভেম্বর : উত্তরপ্রদেশ থেকে আসা এক স্কুটি চালকের কাছ থেকে বিপুল নগদ টাকা উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ । একশ ও ৫০০ টাকার বেশ কিছু বান্ডিল মিলে তার ব্যাগ থেকে ৩০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । তবে ওই বিপুল টাকার উৎস এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা কবুল করেনি মহম্মদ ওয়াসিম নামে ওই স্কুটি চালক । শিলিগুড়ি শহরের বুকে এত বিপুল পরিমাণ টাকা সাম্প্রতিকালে এই প্রথম উদ্ধার হল। পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে ।
জানা গেছে,বুধবার রাতে সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ির হাসমি চকে শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস এবং এন্টি ক্রাইম উইং এর ওসি উদয় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ অভিযান চালায়৷ সেই সময় এক সন্দেহভাজন স্কুটি চালককে আটকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । কিন্তু স্কুটি চালকের অসংলগ্ন কথাবার্তায় পুলিশের সন্দেহ হওয়ায় তার কাছে থাকা একটা গোলাপি রঙের ব্যাগে তল্লাশি চালাতেই পুলিশের চোখ কার্যত কপালে উঠে যায় । ব্যাগের চেন খুলতেই পুলিশ দেখে যে তাতে বান্ডিল বান্ডিল ১০০ ও ৫০০ টাকার নোটে ভর্তি৷ এরপর স্কুটিসহ চালককে শিলিগুড়ি থানায় আনা হয় ।
জানা যায়,রাতেই টাকা গোনার মেশিন নিয়ে এসে ওই টাকা গণনা করে শিলিগুড়ি থানার পুলিশ। তখন জানা যায় যে মোট ৩০লক্ষ টাকা রয়েছে । তবে পুলিশের প্রাথমিক জেরায় সে টাকার উৎস ও কোথায় নিয়ে যাচ্ছিল তা কবুল করেনি । তবে পুলিশ জানতে পেরেছে যে ধৃত মহম্মদ ওয়াসিম ভারত বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ী এলাকায় বসবাস করত৷ পরে সে উত্তরপ্রদেশে চলে যায় । পুলিশ তার ফোনটি বাজেয়াপ্ত করে বিগত দিনে কার কার সাথে ফোনে কথোপকথন হয়েছিল তা পরীক্ষা করে দেখছে । আজ বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে ।।
Author : Eidin.

