দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ সেপ্টেম্বর : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ ঈগলকে বাঁচাতে বিডিও অফিস থেকে থানায় ছুটে বেড়ালেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের দুই পশুপাখি প্রেমী কলেজপড়ুয়া । পরে পুলিশের কাছ থেকে বনদপ্তরের ফোন নম্বর পেয়ে সেখানে ফোন করেন রিতেশ শর্মা ও শুভদীপ কোনার নামে ওই দুই । শেষে সোমবার দুপুর নাগাদ বনদপ্তরের কর্মীদের হাতে ঈগলটিকে তুলে দেওয়ার পর তাঁরা স্বস্তির নিশ্বাস ফেলেন ।
জানা গেছে,ভাতার থানার কুলচণ্ডা গ্রামে বাড়ি রিতেশ শর্মা ও শুভদীপ কোনারের । তাঁরা দু’জনেই ভাতার দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজের পড়াশোনা করেন । রিতেশ বিএ দ্বিতীয় বর্ষের ও শুভদীপ বিএ প্রথম বর্ষের ছাত্র । রিতেশ জানায়, তাঁদের বাড়ির উপর দিয়ে বিদ্যুৎ তার গেছে ।
রবিবার বিকেলে ঝড়বৃষ্টির সময় একটি ঈগল শাবক বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে আহত হয়ে তাঁদের বাড়ির উঠানে পড়ে ছিল । দেখতে পেয়ে তিনি পাখিটিকে ঘরে এনে শুশ্রূষা শুরু করেন । তারপর বন্ধু শুভদীপকে ডেকে দু’জন মিলে পাখিটিকে নিয়ে পশুচিকিৎসকের কাছে যান । ওষুধপত্র দেওয়ার পর সোমবার অনেকটাই সুস্থ হয়ে যায় ঈগলের বাচ্ছাটি ।
এদিন দেখা গেল শুভদীপ একটি সাইকেল চালাচ্ছেন আর ঈগলটি নিয়ে পিছনে ক্যারিয়ারে বসে আছেন রিতেশ । তাঁরা প্রথমে ভাতার বিডিও অফিসে আসেন । অফিসের কর্মীরা পুলিশের কাছে যেতে বলেন । তারপরে দু’জনে পাখিটি নিয়ে থানায় ছোটেন । ভাতার থানা বনদফতরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয় । তারপর থানা থেকে বনকর্মীদের মোবাইল নম্বর নিয়ে তাঁরা বনদফতরে ফোন করেন । এদিন দুপুর নাগাদ বনদফতরের কর্মীরা এসে পাখিটি নিয়ে যান । ভাতারের দুই যুবকের এই প্রকার মানবিক উদ্যোগের তারিফ করেছেন এলাকার বাসিন্দারা ।।