এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৯ নভেম্বর : মুম্বাইয়ে বহুতলে রঙের কাজ করার সময় ১৮ তলা থেকে পড়ে মারা গেলেন মালদা জেলার কালিয়াচকের এক পরিযায়ী শ্রমিক । মৃতের ইদু সেখ(৪৯)৷ তার বাড়ি কালিয়াচক ব্লকের সিলামপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কলোনী এলাকায় । মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটে । মৃতদের ময়নাতদন্তের পর বাড়িতে আনা হচ্ছে বলে জানা গেছে ।
জানা গেছে,ইদু সেখের বাড়িতে রয়েছে স্ত্রী,তিন ছেলে এবং এক মেয়ে৷ এরাজ্যে থেকে অল্প উপার্জনে পাঁচ জনের সংসার চালাতে তিনি হিমশিম খাচ্ছিলেন ৷ একারণে বেশি উপার্জনের আশায় মাস তিনেক আগে মহারাষ্ট্রের মুম্বাইয়ে রঙ মিস্তির কাজে লাগেন । মঙ্গলবার মুম্বাইয়ের একটি বহুতলের ১৮ তলায় রঙের কাজ করছিলেন ইদু সেখ । সেই সময় তিনি মাথা ঘুরে নিচে পড়ে যান । ঘটনাস্থলেই মৃত্যু হয় তার । এই মর্মান্তিক খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন ।।

