এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ নভেম্বর : রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শুরু হয়েছে গত ৪ নভেম্বর থেকে । গননা ফর্ম বিতরণ ও জমা দেওয়ার সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন । রাজ্যের শাসকদলের অভিযোগ যে অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক ভোটারদের মধ্যে গননা ফর্ম বিতরণ ও সংগ্রহ করতে গিয়ে প্রবল চাপের মুখে পড়তে হচ্ছে বুথ লেভেল অফিসারদের । শুধু তাইই নয়,এসআইআর আতঙ্কে অনেক মানুষ আত্মঘাতীও হচ্ছে বলেও অভিযোগ শাসকদল তৃণমূল কংগ্রেসের । এই পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলার মালবাজারে শান্তিমুনি এক্কা (৪৮) নামে এক মহিলা বিএলও (BLO)-র ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় নির্বাচন কমিশনের “অমানবিক চাপ সৃষ্টি”কেই দায়ি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তার দাবি যে নির্বাচন কমিশনের দেওয়া মাত্রারিক্ত চাপ সহ্য করতে না পেরেই ওই মহিলা বিএলও আত্মঘাতী হয়েছেন । মালবাজারে শান্তিমুনি এক্কার মৃত্যুর ঘটনাসহ এনিয়ে এরাজ্যে এসআইআর-এর কারনে “২৮ জন প্রাণ হারিয়েছেন” বলেও দাবি মুখ্যমন্ত্রীর ।
আজ বুধবার ভোরে মালবাজার থানার রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের নিউ গ্লেনকো চা বাগানে বাড়ির উঠানের একটি গাছ থেকে শান্তিমুনি এক্কার মৃতদেহ উদ্ধার হয় । মৃতার স্বামী দেওয়াল এক্কা দাবি করেছেন, বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) -এর কাজের চাপেই তার স্ত্রী আত্মঘাতী হয়েছেন । মমতা ব্যানার্জিও একই দাবি করেছেন ।
মুখ্যমন্ত্রী এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত। আজ আবারও, আমরা জলপাইগুড়ির মালে একজন বুথ লেভেল অফিসারকে হারিয়েছি – শ্রীমতী শান্তি মুনি এক্কা, একজন আদিবাসী মহিলা, একজন অঙ্গনওয়াড়ি কর্মী যিনি চলমান SIR কাজের অসহনীয় চাপের মুখে আত্মহত্যা করেছেন। SIR শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই ২৮ জন প্রাণ হারিয়েছেন — কেউ ভয় এবং অনিশ্চয়তার কারণে, আবার কেউ চাপ এবং অতিরিক্ত কাজের কারণে।’
তিনি আরও লিখেছেন,’তথাকথিত নির্বাচন কমিশন কর্তৃক আরোপিত অপরিকল্পিত, নিরলস কাজের চাপের কারণে এত মূল্যবান জীবন ঝরে পড়ছে। আগে যে প্রক্রিয়ায় ৩ বছর সময় লাগত, এখন নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক প্রভুদের খুশি করার জন্য ২ মাস সময় বেঁধে দেওয়া হচ্ছে, বিএলওদের উপর অমানবিক চাপ সৃষ্টি করা হচ্ছে। আমি নির্বাচন কমিশনকে বিবেক দিয়ে কাজ করার এবং আরও প্রাণহানির আগে অবিলম্বে এই অপরিকল্পিত অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’।
Author : Eidin.

