এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৮ নভেম্বর : সাংবাদিক পরিচয় দিয়ে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের অফিসে ঢুকে বেআইনিভাবে চলা বালির গাড়ি ধরা বন্ধ করার অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে । আজ মঙ্গলবার বিকেলে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতারে৷ ভাতার ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক তমালতরু মিশ্রের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম সমীরন দাস বৈরাগ্য। তার বাড়ি মঙ্গলকোট থানার চাঁদরা গ্রামে ।
ভাতার বিএলআরও তমালতরু মিশ্রের কথায়, আজ বিকেলে তিন ব্যক্তি তার অফিসে এসে নিজেদের একটি ডিজিটাল সংবাদমাধ্যমের সাংবাদিক পরিচয় দেয় । তাদের বক্তব্য হল বেআইনিভাবে চলা বালির গাড়িগুলির বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে । তিনি বলেন,’সাংবাদিক হয়েও সরকারের নির্দেশে অবৈধ বালি গাড়ির বিরুদ্ধে চলা অভিযান বন্ধের জন্য হুমকি কিভাবে দিতে পারে ? প্রথমেই আমার মনে এই প্রশ্ন জাগে । সন্দেহ হওয়ায় ভাতার থানায় ফোন করে বিষয়টি জানাই । এরপর পুলিশ আসে অফিসে ।’
অফিস সূত্রে জানা গেছে,হুমকি দিতে আসা ব্যক্তিরা ভাতার,মঙ্গলকোট প্রভৃতি এলাকার বাসিন্দা । পুলিশ এসে তাদের আটকে রেখে দীর্ঘক্ষণ জেরা করে । তখন সমীরন দাস বৈরাগ্য কবুল করে যে সে বালি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। বেআইনি বালির গাড়ির বিরুদ্ধে অভিযান চলায় তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে৷ যেকারণে তারা সাংবাদিক পরিচয় দিয়ে বিএলআরও-কে হুমকি দিতে এসেছিল । পুরো ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত আছে কিনা জানতে পুলিশ আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে।।
Author : Dibyendu Roy.

