এইদিন ওয়েবডেস্ক,মালদহ,০১ ডিসেম্বর : মালদহ জেলার ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল শতাধিক গ্রামবাসীরা । মঙ্গলবার কাজিগ্রাম পঞ্চায়েত এলাকার বাগবাড়ি, কাজিগ্রামসহ একাধিক গ্রামের পুরুষের সঙ্গে প্রচুর সংখ্যক মহিলাদেরও এই বিক্ষোভে সামিল হতে দেখা যায় । গ্রামবাসীরা কাজিগ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে সমব্যথী,আবাস যোজনা, একশো দিনের কাজ সহ একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলেন । বেশ কিছুক্ষন ধরে বিক্ষোভ প্রদর্শন চলে । পরে গ্রামবাসীদের তরফ থেকে জেলাশাসকের পাশাপাশি বিডিওর কাছেও এনিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয় ।
স্থানীয় গ্রামবাসী বাপ্পা মন্ডল বলেন ‘কেউ মারা গেলে সমব্যাথী প্রকল্পের আওতায় দুই হাজার টাকা করে পাওয়ার কথা মৃতের পরিবারের । কিন্তু সেই টাকা মৃতের পরিবারকে না দিয়ে আত্মসাৎ করছেন উপ-প্রধান মন্টু ইসলাম ও প্রধান । এছাড়া 100 দিনের কাজের টাকা, আবাস যোজনা প্রকল্পে অনুদানের লক্ষ লক্ষ টাকাও তাঁরা আত্মসাৎ করে নিচ্ছেন । তাই এর বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেওয়ার দাবিতে এদিন আমরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হয়েছি।’।