এইদিন ওয়েবডেস্ক,আমেদাবাদ,১৫ নভেম্বর : গুজরাটের (Gujarat) অঙ্কলেশ্বরে (Ankleshwar) এক হিন্দু মহিলাকে মাদক খাইয়ে বেহুঁশ করার পর ধর্ষণ এবং পরে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে ৫২ বছর বয়সী কানাডিয়ান বংশোদ্ভূত এক মাদ্রাসার ইমামের বিরুদ্ধে । পুলিশ ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ইমাম মৌলবী আজওয়াদ বেমাতাকে(Azwad Bemata) গ্রেপ্তার করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । অঙ্কলেশ্বর-সুরাত সীমান্তে সংঘটিত এই অপরাধ গুজরাটে তোলপাড় ফেলে দিয়েছে ।
জানা গেছে,মৌলবী আজওয়াদের সঙ্গে ওই হিন্দু মহিলার পরিচয় হয় । তারপর থেকে সে ঘন ঘন ফোন এবং টেক্সট মেসেজ পাঠাত । মহিলাকে সে বিয়ের প্রলোভন দেখিয়েছল বলে জানতে পারে পুলিশ । পুলিশ জানতে পেরেছে যে গত ৯ নভেম্বর মৌলবী আজওয়াদ ওই মহিলাকে ফোন করে একটি মাদ্রাসায় আসতে বলে । সেখানে মহিলাকে সে সুগন্ধি জল পান করতে দেয় । জলপান করার পরেই বেহুঁশ হয়ে পড়ে ওই মহিলা । এরপর ইমাম তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ।
পুলিশ জানিয়েছে, ওই ইমামের বিরুদ্ধে অভিযোগ যে সে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে দুবার ধর্ষণ করেছে । তারপর মুখ বন্ধ রাখার জন্য ইমাম তাকে হুমকি দিতে শুরু করে৷ পুলিশ জানিয়েছে,শেষ ঘটনার দিন জ্ঞান ফিরে আসার পর ওই ইমাম ধর্মযাজক মহিলাকে জোর করে ধর্মান্তরিত করার চেষ্টা করেছিল । মহিলা প্রতিরোধ করলে তবে তাকে হত্যা করা হবে অথবা “তার সন্তানদের হত্যা” করার হুমকি দিয়েছিল বলে পুলিশ জানিয়েছে পুলিশ ।।
Author : Eidin.

