এইদিন ওয়েবডেস্ক,পাটনা,১১ নভেম্বর : কংগ্রেসের ‘যুবরাজ’ রাহুল গান্ধীর “ভোট চুরি’র অপপ্রচার খেলো না বিহারের ভোটাররা । বুথফেরত সমীক্ষার ফলাফলে অন্তত তাই উঠে আসছে । এখনো পর্যন্ত যে ৭টি সমীক্ষার রিপোর্ট পাওয়া গেছে তাতে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে বলে মনে হচ্ছে । দ্বিতীয় দফায় ভোটদানের হার বাড়ায় কংগ্রেস ও তাদের জোটসঙ্গী আরজেডি প্রতিষ্ঠান বিরোধী হাওয়া মনে করে আশায় বুক বাঁধতে শুরু করে । কিন্তু বুথ ফেরত সমীক্ষা তাদের সেই আশায় জল ঢেলে দিয়েছে৷ নিচে কয়েকটি বুথ ফেরত সমীক্ষার ফলাফল তুলে ধরা হল :
দৈনিক ভাস্কর
এনডিএ : ১৪৫ থেকে ১৬০
মহাগঠবন্ধন : ৭৩ থেকে ৯১
ম্যাট্রিজ
এনডিএ : ১৪৭ থেকে ১৬৭
মহাগঠবন্ধন : ১০০ থেকে ১০৮
চানক্য
এনডিএ : ১৩০ থেকে ১৩৮
মহাগঠবন্ধন : ১০০ থেকে ১০৮
জেভিসি
এনডিএ : ১৩৫ থেকে ১৫০
মহাগঠবন্ধন : ৮৮ থেকে ১০৩
পি মার্ক
এনডিএ : ১৪২ থেকে ১৬২
মহাগঠবন্ধন : ৮০ থেকে ৯৮
পিপলস ইনসাইট
এনডিএ : ১৩৩ থেকে ১৪৮
মহাগঠবন্ধন : ৮৭ থেকে ১০২
পিপলস পালস
এনডিএ : ১৩৩ থেকে ১৫৯
মহাগঠবন্ধন : ৭৫ থেকে ১০১
২৪৩ আসনের বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি । তবে বিহারের নবগঠিত প্রশান্ত কিশোরের জনসূরজ পার্টির অবস্থা সবচেয়ে শোচনীয় দেখা গেছে । সমীক্ষা অনুযায়ী প্রশান্ত কিশোরের দল জন সূরজ পার্টি একটা আসনেও জিততে পারবে না ।।
Author : Eidin.

