এইদিন ওয়েবডেস্ক,ফরিদপুর,১১ নভেম্বর : বর্তমানে বাংলাদেশ ইসলামি চরমপন্থীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে । মহম্মদ ইউনূসের নেতৃত্বে একশ শতাংশ ইসলামি রাষ্ট্র করার লক্ষ্যে ধীরে ধীরে এগুচ্ছে তারা৷ সেই লক্ষ্যে “লাভ জিহাদ”কে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে । হিন্দু মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে তাদের ধর্মান্তরিত ও নিকাহ করানো হচ্ছে । শুধুমাত্র চলতি বছরে এযাবৎ এক হাজারের অধিক হিন্দু মেয়ে লাভ জিহাদের ফাঁদে পড়েছে বলে খবর । কিন্তু কোনো মুসলিম মেয়ে তারা হিন্দু প্রেমিককে বিয়ে করলেই জিহাদিরা হিংসাত্মক হয়ে উঠছে । এমনই একটা ঘটনা সামনে আসছে বাংলাদেশের ফরিদপুরের সদরপুর উপজেলা থেকে । এই মুসলিম তরুনী তার হিন্দু প্রেমিককে প্রেমবিবাহ করতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । এখন কার্তিক চন্দ্র ঋষি (২৩) নামে ওই যুবক ও তার স্ত্রী মারিয়া আক্তার (১৯)-এর পরিনতি অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে ।
জানা গেছে,সদরপুর উপজেলার ১৭ রশি গ্রামের হরিজন সম্প্রদায়ের যুবক কার্তিক । পাশের ৯ রশি গ্রামের মুসলিম পরিবারের মেয়ে মারিয়া আক্তার । তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মারিয়ার পরিবার তাদের এই সম্পর্ক মেনে নেয়নি । সম্প্রতি মারিয়া প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যান । তারপর তারা একটা মন্দিরে গিয়ে গোপনে হিন্দু রীতিতে বিয়ে করেন ।
জানা গেছে,বিয়ের খবর পেতেই মারিয়া আক্তারের বাপের বাড়ির লোকজন কার্তিক চন্দ্র ঋষির বাড়িতে গিয়ে তাকে জোর করে তুলে আনার চেষ্টা করে । কিন্তু মারিয়া ও তার শ্বশুরবাড়ির লোকজনের প্রবল বাধার মুখে পড়ে তারা পিছু হঠে৷ মারিয়া স্পষ্ট জানিয়ে দেন যে তিনি নিজের ইচ্ছায় কার্তিককে বিয়ে করেছে এবং তার সাথেই থাকতে চায়। এতে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয় । ফলে মারিয়ার বাপের বাড়ির লোকেদের বিফল হয়ে ফিরে যেতে হয় । তারপর থেকেই এই বিয়েকে কেন্দ্র করে চরম উত্তেজনা রয়েছে গ্রামে৷
হিন্দু সম্প্রদায়ের নেতারা অভিযোগ করেছেন, কার্তিক ও মারিয়ার সম্পর্ক ও বিয়েকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের উপর সামাজিক চাপ ও হুমকি বাড়ছে। তারা প্রশাসনের কাছে সুরক্ষার দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর একাংশ মনে করছেন, প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ধর্মীয় বিভাজন বাড়ানো অনুচিত। তারা বলেন,’এটা দুই তরুণ-তরুণীর পারস্পরিক ভালোবাসার বিষয়। একে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উত্তেজনা তৈরি করা সমাজের জন্য ক্ষতিকর। বিশেষ করে বাংলাদেশকে একটা ধর্মনিরপেক্ষ দেশ বলে বিশ্বের দরবারে তুলে ধরার মরিয়া চেষ্টা চালাচ্ছেন মহম্মদ ইউনূস৷ তবে শেষ পর্যন্ত কার্তিক ও মারিয়া একসাথে থাকতে পারবেন কিনা তা নিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে ।।
Author : Eidin.

