এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর(মালদা),১২ সেপ্টেম্বর : যুবককে ফোনে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী গ্রামের একাংশের বিরুদ্ধে । শুধু তাইই নয়,ছেলের দেহ আনতে গেলে বাবার কাছ থেকে জোর করে ১৫ হাজার টাকা আদায় করা হয় বলে অভিযোগ । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের পিপলতলা গ্রামে । মৃত যুবকের নাম প্রভাত মণ্ডল (২৩) । তাঁর বাড়ি বাড়ি হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মালিওর গ্রামে । ঘটনা ঘিরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় । মৃতের বাবা ভোলা মণ্ডল জানিয়েছেন,তিনি এনিয়ে থানায় অভিযোগ দায়ের করবেন ।
জানা গেছে,মালিওর গ্রামের বাসিন্দা পেশায় জনমজুর ভোলা মণ্ডলের দুই ছেলের মধ্যে ছোট প্রভাত । তিনি পরিযায়ী শ্রমিকের কাজ করতে । দ্বিতীয় দফার লক ডাউনের পর বাড়ি ফিরে আসেন । তারপর থেকেই বাড়িতেই ছিল প্রভাত । পরিবার সুত্রে খবর,বাড়ি ফেরার পর থেকেই প্রভাত মোবাইলে গেম খেলা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকত । শনিবার রাতে খাওয়া দাওয়ার পর যথারীতি নিজের ঘরে শুতে চলে যায় । কিন্তু কিছুক্ষন পরেই সে নিজের মোবাইল সঙ্গে করে নিয়ে বেড়িয়ে যায় । তারপর থেকে সারারাত তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি ।
মৃতের বাবা ভোলা মণ্ডল বলেন, ‘রবিবার ভোরে আমি তখন নিজের ঘরে ঘুমচ্ছিলাম । হঠাৎ বড় ছেলে আমায় ঘুম থেকে তোলে । বড় ছেলে বলে তাকে কেউ ফোন করে জানিয়েছে পিপলতলা গ্রামের কিছু লোক মিলে প্রভাতকে পিটিয়ে মেরে ফেলেছে । সঙ্গে সঙ্গে আমি ওই গ্রামে যাই । গিয়ে দেখি সেখানে একটা বাড়ির দরজার সামনে আমার ছেলে নিস্তেজ হয়ে পড়ে আছে । তার সারা শরীরে আঘাতের চিহ্ন । আমার ছেলের চারপাশে কিছু লোকজন রয়েছে । আমি ছেলেকে উদ্ধার করতে গেলে ওরা বাধা দেয় । বলে আমার ছেলে নাকি মোবাইল চুরি করেছে । তাই হয় ছেলের মোবাইলটা দিতে হবে, নচেৎ তাদের ১৫ হাজার টাকা দিতে হবে তবে ছেলেকে ছাড়া হবে । বাধ্য হয়ে আমি বাড়ি থেকে ১৫ হাজার টাকা এনে তাদের হাতে দিই । তারপর ছেলেকে উদ্ধার করি ।’
জানা গেছে,টাকা দেওয়ার পর ওই যুবককে উদ্ধার করে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল নিয়ে যায় পরিবারের লোকজন । পরে তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু এদিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রভাতের । যুবকের মৃত্যুর পর থেকে ক্ষোভে ফুঁসছে সমগ্র এলাকা । স্থানীয়দের অভিযোগ,নিছক সন্দেহের বশে একটা তরতাজা প্রাণকে কেড়ে নেইয়া হল । দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মালিওর গ্রামবাসী । পুলিশ জানিয়েছে,অভিযোগ পেলে উপযুক্ত ব্যাবস্থা নেওয়া হবে ।।