এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ নভেম্বর : গত ৪ নভেম্বর রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) জন্য গননা ফর্ম বিলি শুরু হয়েছে । নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ব্লক লেভেল অফিসারদের (বিএলও) বাড়ি বাড়ি ফর্ম বিলি করার কথা । কিন্তু কোথাও কোথাও তৃণমূল নেতাদের বাড়িতে বা ঘাঁটিতে বসে বিএলও-দের ফর্ম বিলি করার অভিযোগ উঠছে ৷ এদিকে ভোটারদের ফর্ম ফিল আপের জন্য ক্যাম্পও করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস, বিজেপিসহ অনান্য রাজনৈতিক দলগুলি । শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে ভোটারদের নাম ভোটার তালিকা থেকে যাতে বাদ যায় সেজন্য তৃণমূলের লোকেরা ইচ্ছাকৃতভাবে ভুল ফর্ম ফিল আপ করছে । এজন্য তিনি রাজ্যের “সমস্ত রাষ্ট্রবাদী হিন্দু আদিবাসী এবং মুসলিম পরিবারদের কাছে” অনুরোধ করেছেন যাতে তারা তৃণমূলের ক্যাম্প থেকে গননা ফর্ম ফিল আপ না করেন ।
আজ সোমবার কলকাতার ৬ মুরলীধর সেন লেনে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী রাজ্যবাসীর কাছে অনুরোধ করেছেন, ‘তৃণমূলের ক্যাম্প থেকে আপনারা ফর্ম ফিলাপ করবেন না । ওরা ভুল ফর্ম ফিলাপ করছে৷ আপনার ফর্ম বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে । আজ এমনই একটা অভিযোগ আমি পেয়েছি। আগামী দিনে আপনারা সমস্যায় পড়তে পারেন। এই কারণে আমি হাতজোড় করে পশ্চিমবঙ্গের সমস্ত রাষ্ট্রবাদী হিন্দু, আদিবাসী এবং মুসলিম পরিবারদের কাছে কাছে অনুরোধ করছি যে তৃণমূলের ক্যাম্পে ফর্ম ফিলাআপ করবেন না । তৃণমূলের গতিবিধি খুব সন্দেহজনক ।’
প্রসঙ্গত,রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই প্রবল বিরোধিতা শুরু করেছে তৃণমূল । গত ৪ নভেম্বর গননা ফর্ম বিতরণের শুরুর দিনেই কলকাতায় মিছিল করেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি । তার আগে মমতার ভাইপো অভিষেক ব্যানার্জি হুমকি দিয়েছিলেন যে যদি একটাও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তিনি এক লাখ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবেন । যদিও তিনি কারা বৈধ ভোটার তিনি স্পষ্ট করেননি । মমতাও একাধিক বার “বৈধ ভোটার”দের কথা বলেছেন । দিন দুয়েক আগে শুভেন্দু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন,’কারা বৈধ ভোটার আপনি স্পষ্ট করে দিন । আপনি কি মৃত, ডবল-ট্রিপিল এন্ট্রি, অস্তিত্বহীন এবং রোহিঙ্গা-বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বৈধ ভোটার বলে মনে করেন?’

