এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ সেপ্টেম্বর : রাজ্যের উপনির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর । যার দিকে তাকিয়ে রাজ্যের পাশাপাশি গোটা দেশের মানুষ । কারন ওই কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর বিরুদ্ধে অ্যাডভোকেট প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নাম ঘোষণা করেছে বিজেপি । ইতিমধ্যে তৃণমূল সুপ্রীমো মনোনয়ন জমা করে দিয়েছেন । আগামী সোমবার মনোনয়ন জমা করবেন বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী । এদিন রবিবার থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচার পর্ব শুরু করেন । এদিন প্রচারে এসে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি আগামীকাল আমার মনোনয়ন দাখিল করব । পশ্চিমবঙ্গের মানুষের বেঁচে থাকার অধিকার আছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস তাদের কাছ থেকে সেই অধিকার কেড়ে নিয়েছে । আমি বাংলার মানুষের জন্য যুদ্ধ করছি ।’
প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের ১৯৮১ সালে কলকাতায় জন্মগ্রহন করেন । তিনি wayland goldsmith school থেকে পড়াশোনার পর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন । এরপর ২০০৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হাজরা ল’কলেজ থেকে আইন ডিগ্রি অর্জন করেন । এছাড়া থাইল্যান্ডের অ্যাসাম্পশন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএও করেছেন প্রিয়াঙ্কা ।
তিনি বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়োর আইনি উপদেষ্টা ছিলেন । ২০১৪ সালে সক্রিয়ভাবে বিজেপিতে যোগ দেন । ২০১৫ সালের কলকাতা পৌর পরিষদ নির্বাচনে ৫৮ নম্বর ওয়ার্ড (এন্টালী) থেকে প্রিয়াঙ্কাকে প্রার্থী করে বিজেপি । কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের স্বপন সমদ্দারের কাছে পরাজিত হন । বিজেপিতে যোগদানের পর অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল । ২০২০ সালের আগস্টে তাঁকে ভারতীয় জনতা যুব মোর্চার (BJYM) সভাপতি করা হয় । এবারে এন্টালী থেকে তাঁকে প্রার্থী করা হয়েছিল । কিন্তু তৃণমূল কংগ্রেসের স্বর্ণকমল সাহার কাছে ৫৮,২৫৭ ভোটে পরাজিত হন । ফের তাঁকে রাজ্যের বিধানসভা উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করেছে দল ।
এদিন থেকে নিজের কেন্দ্রে প্রচার অভিযান শুরু করেন বিজেপি প্রার্থী । নিজের হাতে এলাকায় দেওয়াল লিখন করেন । তাঁর সঙ্গে প্রচারে অংশগ্রহন করেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ । দিলীপবাবু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ভোটে লড়েছিলেন । সবাই ভেবেছিলেন তিনি জিতবেন । কিন্তু হেরেছিলেন । রাজনীতিতে কখন কি হবে কেউ অনুমান করতে পারে না । ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে ন্যায় বিচারের জন্য এই লড়াইয়ে জিততে হবে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে ।’।