দৈনন্দিন জীবনে অন্ন,বস্ত্র ও স্বাচ্ছন্দ্যের চিন্তায় ব্যস্ত মানুষের মন বিভ্রান্ত ও অশান্ত থাকে । ফলশ্রুতিতে পারিবারিক অশান্তির সঙ্গে বিভিন্ন রোগ বাসা বাধে শরীরে । ধর্ম চিন্তা করার সময়ই পায় না মানুষ । কিন্তু শ্রী শ্রী মা সারদা আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ধর্মকে কত সুন্দর ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, যাতে ধীরস্থির ভাবে এই সংসাররূপ মহাসমুদ্রের উথাল পাথাল কাটিয়ে ওঠা যায় ।
শ্রী শ্রী মা এমন কতগুলি কথা আমাদের বলেছেন, যা আমাদের অন্তরের শক্তিকে জাগ্রত করে । এমনই কতগুলো বাণী আজ আপনাদের বলবো, যা শুনলে অশান্ত মন শান্ত হবে,সাংসারিক জীবন হবে সুন্দর ও আনন্দময় ।
ক। মানুষকে ভালবাসো, সে তোমায় ভালোবাসুক বা না বাসুক।
খ। শান্তি চাইলে কাউকে দোষ দিও না, নিজেকে বদলানোর চেষ্টা করো।
গ। জগৎ মায়া, কিন্তু সেই মায়ার মধ্যেই ভগবানের দেখা মেলে।
ঘ। অহংকার মানুষকে অন্ধ করে, বিনয় তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়।
ঙ। একটি শুদ্ধ প্রেমময় হৃদয়ই ভগবানের আসল আসন।
চ। অন্নে প্রাণ, কিন্তু ভগবানে জীবনের অর্থ।
ছ। সেবার মধ্যেই সবচেয়ে বড় সাধনা লুকিয়ে আছে।
★ লিখেছেন সঙ্গীতা চৌধুরী ।

