এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৯ নভেম্বর : অবৈধভাবে ভারতে ঢুকে পড়া ২ বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল মালদা জেলার বৈষ্ণবনগর থানার পুলিশ । পুলিশ ধৃতদের মহম্মদ মোমিন এবং তাজেল হোসেন নামে চিহ্নিত করেছে । তাদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। আজ রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে পাঠানো হয়৷ ধৃতদের জেরা করে তারা কি উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশ করেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ৷
জানা গেছে,শুক্রবার রাতে বিএসএফ-এর চোখকে ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে ওই দুই বাংলাদেশি যুবক । অনুপ্রবেশের পর তারা বৈষ্ণবনগর থানার দেওয়ানাপুর হাজি বাবুটোলা এলাকার এক ব্যক্তির বাড়িতে তারা আত্মগোপন করেছিল । শনিবার রাতে এই খবর জানতে পেরে বৈষ্ণবনগর থানার পুলিশ ওই বাড়িতে হানা দেয় । দু’জনকে জেরা করতেই তারা অনুপ্রবেশের কথা কবুল করে । এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করে । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশি সিমকার্ড, দুটি মোবাইল এবং বাংলাদেশি ৯৩০টাকা। পুলিশ তাদের আশ্রয়দাতার ভূমিকা খতিয়ে দেখছে ।।

