প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৯ নভেম্বর : বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) কাজের জন্য নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হয়োছে বাড়ি বাড়ি গননা ফর্ম (Enumeration Form) বিলি। সেই কাজ করার সময় ’ব্রেন স্ট্রোকে’ আক্রন্ত হয়ে মৃত্যু হল এক বিএলও-র(BLO)। মৃতার নাম নমিতা হাঁসদা (৫০)।পূর্ব বর্ধমানের মেমারি থানার বোহার ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক বলরামের বাঙাল পুকুর এলাকা বাসিন্দা। তিনি ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী। শনিবার বেলায় বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করার সময় মন্তেশ্বর বিধানসভার বিএলও নমিতা হঁসদা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ।দ্রুত তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছিল জেলার কালনা মহকুমা হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয় নি। ওই রাতে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। এমন ঘটনায় শোকে বিহ্বল হয়ে পড়েছেন মৃতার পরিবার সদস্যরা।
স্ত্রী নমিতা হাঁসদার মৃত্যুর জন্য তাঁর স্বামী মাধব হাঁসদা এসআইআর (SIR) এর এনুমারেশন ফর্ম বিলি কাজের চাপ কেই দায়ি করেছেন। রবিবার শ্মশানঘাটে স্ত্রীর মৃতদেহের সামনে দাঁড়িয়ে তিনি বলেন,প্রতিদিন বেশী সংখ্যায় এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি গিয়ে বিলি করার জন্য তাঁর স্ত্রীকে বিডিও অফিস থেকে প্রচন্ড চাপ দেওয়া হচ্ছিল। তার কারণে দিনের বেলা থেকে রাত পর্যন্ত তাঁর স্ত্রীকে এনুমারেশন ফর্ম বিলির কাজ করতে হচ্ছিল ।এত চাপ আমার স্ত্রী নিতে পারেন নি। শনিবার সন্ধ্যায় এলাকায় এনুমারেশন ফর্ম বিলের কাজসময় কর্মরত অবস্থাতেই তাঁর স্ত্রী নমিতা হাঁসদা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তাঁকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। কিন্তু বাঁচানো যায়নি। দেখুন ভিডিও 👇
বিএলও নমিতা হাঁসদার পরিবার আর্থিক ভাবে তেমন স্বচ্ছল নয়। নমিতাদেবীর স্বামী মাধব হাঁসদা পেশায় পেইন্টারর। তাঁদের এক ছেলে ও এক মেয়ের মধ্যে মেয়ে বিবাহিত। ছেলে মানিক হাঁসদা কর্মসূত্রে বাইরে থাকেন। মা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছে এই খবর পেয়ে ছেলে মানিক এদিন বাড়ি ফেরেন। তবে মাকে সুস্থ করে বাড়ি নিয়ে যাওয়ার সৌভাগ্য তাঁর হয় নি। এদিন মানিক হাঁসদাও তাঁর মায়ের মৃত্যুর জন্য এসআইআর (SIR) এর কাজের অত্যধীক চাপকেই দায়ী করেন। এ নিয়ে জেলাশাসক আয়েষা রানী এ বলেন, ঘটনার খবর পেয়েছি।যারা অসুস্থ তাদের বিএলও ডিউটি থেকে বাদ দেওয়া হয়।প্রকৃত কি ঘটনা ঘটেছে তা আমি খোঁজ নিয়ে দেখছি।।

