এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,০৯ নভেম্বর : বর্ধমান শহরে “পরিবর্তন সংকল্প যাত্রা”য় এসে “বৃহত্তর সনাতনি ঐক্য” গড়ে তোলার আহ্বান জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন,”মমতা ব্যানার্জি ২০১১ সালে শিল্প খেয়েছে । ২০১৬ সালে চাকরি খেয়েছে । ২০২৬ সালে এলে হিন্দুদের তাড়াবে । তাই বৃহত্তর সনাতনি ঐক্য গড়ে তুলতে হবে৷”
আজ রবিবার বিজেপি বর্ধমান সাংগঠনিক জেলার ডাকে পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী । প্রথমে বড় নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত তিনি পদযাত্রা করেন ৷ কাতারে কাতারে দলীয় কর্মীসমর্থকরা পদযাত্রায় অংশ নেয় । পদযাত্রা শেষে কার্জন গেটে সভাতে বক্তব্য রাখেন শুভেন্দু । কলকাতা হাইকোর্টের নির্দেশে তাকে ৫টার মধ্যে বক্তব্য শেষ করতে হয়৷ এই বিষয়ে তিনি বলেন,’বিজেপি আর বিরোধী দলনেতা হলে আপনি অনুমতি পাবেন না । আমরা ৫ তারিখে হাইকোর্টে অনুমতি নিতে গিয়েছিলাম । তারপরে এখানকার পুলিশবাবুরা পিসির কথায় বাধা দিলেন । আজকে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু আমাদের ৫টার সময় শেষ করতে হবে । তাই ইচ্ছা থাকলেও উপায় নেই ।’ এরপর তিনি পুলিশের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলেন,’হাতে মাত্র ১১-১২ মিনিট আছে । আমরা এদের সুযোগ দেবো না । শুধু চিনে রাখছি এদেরকে৷ বদলও হবে বদলাও হবে । ২৬শে বদলা হবে ৷’
আজকে বর্ধমান শহরে বিজেপির এই পদযাত্রা ও সভা হল “পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং SIR সম্পর্কে মিথ্যাচারের প্রতিবাদে” । তার আগে বর্ধমান জোনের অন্তর্গত চারটি সাংগঠনিক জেলা নেতৃত্বকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও হয় । বৈঠকে উপস্থিত ছিলে রাজ্য বিজেপির ইনচার্জ ও সর্বভারতীয় সাধারন সম্পাদক সুনীল বনশল ।
শুভেন্দু অধিকারী বলেন, ‘কেন এই পরিবর্তন সংকল্প যাত্রা করতে হচ্ছে আমাদের? কারন আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভার ভোট । তাই এই তৃণমূল নামক পরিবারবাদী,তোষনবাজ,আপাদমস্তক চোর দুর্নীতিগ্রস্ত এই প্রাইভেট লিমিটেড কোম্পানি,যার মালিকের নাম মমতা ব্যানার্জি আর ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ ভাইপো,তাকে উপড়ে ফেলে দেওয়ার জন্য আমাদের পরিবর্তন করতে হবে ।’ এসআইআর নিয়ে তৃণমূলের “মিথ্যাচার”-এর সমালোচনা করে তিনি বলেন, “এস আই আর এই প্রথম হচ্ছে না । এর আগে ৮ বার হয়েছে । ২০০২ সালে এসআইআর-এ এরাজ্যে ২৬ লক্ষ নাম বাতিল হয়েছিল । তাই এসআইআর নতুন নয় । কিন্তু তৃণমূল যে ভাব দেখাচ্ছে তাতে মনে হচ্ছে এসআইআর করে নির্বাচন কমিশন একটা সংবিধান বিরোধী দেশ বিরোধী কাজ করে ফেলেছে ।’ এদিন ফের তিনি বলেন,’খালা মমতা ব্যানার্জির হাত ধরে বাংলাদেশ ও মিয়ানমার থেকে কক্সবাজার ক্যাম্প হয়ে যে মুসলিমরা এরাজ্যে ঢুকেছে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে ।’ তিনি বলেন, “অনুপ্রবেশকারীরা এসে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ,রেশন জিহাদ,ধর্ম জিহাদ,ভোট জিহাদ করে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ-টু করতে চায় । এই পশ্চিমবঙ্গ হিন্দুদের দিয়ে গেছেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি । এই পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ বানাতে দেব না, দেব না দেব না ৷”
মাথাভাঙ্গায় বিজেপির এক বিএলএ-২ কে জুতোর মালা পরানোর ঘটনায় শুভেন্দু অধিকারী বলেন, “অসভ্য বর্বর তৃণমূল বিএলএ-২ এর গলায় জুতোর মালা পরিয়েছে৷ ছবিগুলো তোলা থাকলো । এর হিসাব আমরা নেব৷ বদল হবে, বদলাও হবে ।’ পাশাপাশি তিনি “বর্ধমানের গুন্ডা”দের সতর্ক করে দেন ।।

