গৌরনাথ চক্রবর্তী, পুর্ব বর্ধমান, ০১ ডিসেম্বর : দাঁইহাটে শুরু হল রাস উৎসব । ভাগীরথীর তীরবর্তী প্রাচীন এই নগরীর রাস উৎসবের খ্যাতি রাজ্য জুড়ে ৷ প্রায় ৫০০ বছরের প্রাচীন রাস উৎসব দেখতে প্রতিবছর লক্ষাধিক পুন্যার্থীর সমাগম হয় ৷ এখানকার রাসের মুল আকর্ষন শোভাযাত্রা । কিন্তু করোনা আবহের কারনে এবারে শোভাযাত্রা হচ্ছে না ৷ সেই সঙ্গে সমস্ত পুজো কমিটিগুলি তাঁদের বাজেটে অনেক কাটছাঁট করেছেন । ফলে অনেকাংশে ম্লান এবারের দাঁইহাটের রাস উৎসব ৷
প্রাচীন এই নগরী এক সময় ছিল বৈষ্ণব ও শাক্ত ধর্মাবলম্বী সাধকদের সাধনক্ষেত্র৷ তারই প্রতিফলন দেখতে পাওয়া যায় এখানকার রাসের পুজো মন্ডপ সজ্জায় । দাঁইহাটের রাসে কোথাও পুজিত হন রাধাকৃষ্ণ বা মহাপ্রভু ৷ কোথাও আবার শিব-পার্বতী, দুর্গা বা কালী । সোমবার থেকে শুরু হয়েছে দাঁইহাটের রাস উৎসব ।
এবারে দাঁইহাটে প্রায় ৬৫ টি পুজো কমিটি পুজো করছে বলে জানা গেছে৷ তার মধ্যে সরকারি অনুমতি নিয়ে পুজো করছে প্রায় ৫৫ টি পুজো কমিটি ৷ অনেক পুজো কমিটি থিমের পুজো করছেন। তার মধ্যে সাহাপাড়া নাগরিক মঞ্চের পুজো এবারে ৫১ তম বর্ষে পদার্পণ করল । মন্ডপ তৈরি করা হয়েছে প্লাস্টিকের ফুল দিয়ে । সাহাপাড়া নাগরিক মঞ্চ শিব-পার্বতীর পুজো করছে । পাইকপাড়া এলাকায় একটি পুজো মণ্ডপের এবারের থিম করোনা ভাইরাস । বিবেকানন্দ ক্লাবের পুজো এবারে ২৫৯ বছরে পড়ল । তাঁদের পুজো মন্ডপ তৈরি করা হয়েছে আদিবাসী গ্ৰামের আদলে । এই ক্লাব রাধাকৃষ্ণের পুজো করছেন ৷নটরাজ স্মৃতি সংঘের এইবার পুজোর থিম হল ফুল। ৩২ তম বর্ষে পদার্পণ করল এই পুজো। পুজো উপলক্ষ্যে সংঘের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হবে বলে জানানো হয়েছে । এবারে মাতঙ্গিনী মাতা পুজো কমিটির মন্ডপ কম বাজেটের মধ্যে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পুজো উদ্যোক্তারা । এই পুজো এবারে শতবর্ষ পুর্ন করল । যুব সংঘ এবারে শ্রীকৃষ্ণের পুজো করছে । ২৬ তম বর্ষে পদার্পণ করল এই পুজো । এবারে সেভাবে অনান্য জেলার পুন্যার্থীদের দেখা না মিললেও করোনা বিধি মেনে রাস উৎসবে মেতেছেন দাঁইহাট নগরবাসী ।।