এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৭ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দাঁইহাটে রাসের শোভাযাত্রা চলাকালীন ভিড়ের মাঝে এক দর্শনার্থী যুবকের উপর ব্লেড হামলার ঘটনা ঘটেছে । সায়ন দফাদার নামে ওই যুবক বর্তমানে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । তার শরীরে ৯ টি সেলাই পড়েছে । তবে তার উপর কে বা কারা এবং কি উদ্দেশ্যে হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয় ।
জানা গেছে,জখম যুবক সায়ন দফাদারের বাড়ি পূর্বস্থলী থানার পাটুলি দফাদারপাড়ায় । বৃহস্পতিবার রাতে সায়ন তার বন্ধুদের সঙ্গে দাঁইহাটে রাসের শোভাযাত্রা দেখতে আসেন৷ পাইকপাড়া সংলগ্ন সিনেমাহল এলাকার দাঁড়িয়েছিলেন তাঁরা ৷ রাত্রি প্রায় সাড়ে ৮টা নাগাদ ভিড়ে ঠাসা শোভাযাত্রার ভিড়ের মধ্যে আচমকা কেউ সায়নের পেটে ব্লেড চালিয়ে দেয় । প্রচুর রক্তক্ষরণ হতে থাকে তার । কিছুটা পাশেই ছিল পুলিশের কন্ট্রোল রুম । রক্তাক্ত যুবককে ঘিরে জটলা হলে পুলিশ ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ।
উল্লেখ্য, পাটুলি দফাদারপাড়ায় হল সেই গ্রাম যেখানে গতকাল একটা বিলের কচুরিপানার মধ্যে বস্তাবন্দি বান্ডিল বান্ডিল ভুয়ো আধার কার্ড উদ্ধার হয়েছিল । তার মধ্যে ১৭২ টি কার্ড পুলিশ বাজেয়াপ্ত করে৷ ওই কার্ডগুলির মধ্যে সায়ন দফাদারের নামে একটি কার্ড রয়েছে বলে জানা গেছে । পুলিশ কার্ড থেকে তার বাড়িতে তদন্তে যায়।। যদিও সায়ন বাড়িতে থাকা তার আসল আধার কার্ড দেখালে পুলিশ চলে যায় । জখম যুবকের সন্দেহ যে তার উপর ব্লেড হামলার পিছনে ভুয়ো আধার কার্ড উদ্ধারের ঘটনা জড়িয়ে থাকতে পারে । যদিও পুলিশ মনে করছে এই ঘটনার সঙ্গে উদ্ধার হওয়া আধার কার্ডের কোনো যোগসূত্র নেই । সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ হামলাকারীকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে ।।

