এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ নভেম্বর : কলকাতার রাজারহাটে একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস রেলিং ভেঙে খালে উলটে পড়ে আহত হয়েছে অর্ধ শতাধিক যাত্রী । আজ শুক্রবার সকালে বেড়াচাঁপা থেকে করুণাময়ী আসার পথে সাড়ে ৭টা নাগাদ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে রাজারহাট-হাড়োয়া খালের মধ্যে পড়ে যায় । বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় প্রায় ৪০ থেকে ৫০ জন যাত্রী আহত হয় । প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগায় । পরে দুর্ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে আহতদের রাজারহাট ও দেগঙ্গা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে । বেপরোয়া গতির পাশাপাশি বেহাল রাস্তার কারনে এই দুর্ঘটনা বলে অভিযোগ উঠছে ।
জানা গেছে,এদিন সকালে বেড়াচাঁপা থেকে সল্টলেকের করুণাময়ীর আসছিল ওই বেসরকারি যাত্রীবাহী বাসটি । বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিল । বাসটির গতিও স্বাভাবিকের থেকে বেশি ছিল বলে অভিযোগ । সকাল ৭ টা নাগাদ বাসটি বেড়াচাঁপা ও করুণাময়ীর মাঝামাঝি জায়গায় আসতেই বাসের চাকা রাস্তার গর্তে পড়ে প্রবল ঝাঁকুনি হয় । ফলে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক । তারপর বাসটি রাস্তার পাশে লোহার রেলিং ভেঙে উলটে রাজারহাট-হাড়োয়া খালের মধ্যে পড়ে যায় । পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটির চালক ও খালাসিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে৷।

