এইদিন ওয়েবডেস্ক,মাথাভাঙ্গা,০৭ নভেম্বর : কোচবিহারের মাথাভাঙ্গায় বিজেপির বিএলএ-২ কে জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বিজেপির অভিযোগ, ভোটার লিস্টে ভুয়া ভোটার ঢোকাতে না পারার কারনেই তৃণমূলের লোকজন এই ঘটনা ঘটিয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । এদিকে ঘটনার নিন্দায় সরব হয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ।
জানা গেছে,মাথাভাঙ্গা-১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাটখাটের বাড়ি এলাকার ২৩৯ নম্বর বুথের বিজেপির বিএলএ-২ নিবাস দাসের সঙ্গে এই ন্যাক্কারজনক আচরণ করা হয় । বিএলও নিশীথ রায় ও স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা পরিকল্পিতভাবে ওই বর্ষীয়ান বিজেপি কর্মীকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে গলায় জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরায় বলে অভিযোগ । আক্রান্ত নিবাস দাসের কথায়,’সকাল সাড়ে নটার সময় ওরা আমাকে ফোন করলো । তাই আমি ওখানে গেলাম । আমি কাজ করছিলাম । তখন সুজন দাস ও আরও একজন তৃণমূল কর্মী আমাকে কিল,চড়, থাপ্পড় মারতে মারতে এই ঘটনা ঘটায় ।’ তিনি অভিযোগ করেছেন যে তার উপস্থিতিতে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম ঢোকাতে পারবে না বলেই পরিকল্পিতভাবে তাকে মারধর ও হেনস্থা করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।
এই ঘটনার প্রতিক্রিয়ায় অগ্নিমিত্রা পাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,’ছিঃ! মুখ্যমন্ত্রী!আপনি বাংলার লজ্জা! দেশের লজ্জা! SIR আটকাতে দলের SECOND IN COMMAND BJP নেতাদের ল্যাম্পপোস্ট- এ বেঁধে রাখতে বলার সময় আপনি ব্যবস্থা নেননি।আপনার দলের একাধিক মেজ – সেজ নেতা বার বার হুমকি দিয়েছেন, হাত কেটে নেবে, ‘ ল্যাম্প পোস্টে বেঁধে পেটাব ‘ – আপনি কোন ব্যবস্থা নেননি।আজ দেখুন আপনার লুম্পেনবাহিনী আইন নিজের হাতে তুলে নিয়েছে। মাথাভাঙার ২৩৯ নং বুথে BJP BLA নিবাস দাসের- এর উপর হামলা! মারধর, গালিগালাজ ও জুতোর মালা পরিয়ে তাকে অসম্মানিত করা হয়েছে? আপনি খুশি তো? প্রশাসনের সর্বোচ্চ পদে থেকে যদি ভাইপোকে ও দলের কর্মীদের শাসন না করতে পারেন, এই পরিস্থিতি বাংলার মানুষ হয়ত আরও দেখবে।ধিক্কার! ধিক্কার! ধিক্কার!’

