এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ নভেম্বর : আজ থেকে শুরু হল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বাংলার প্রথিতযশা পরিচালকদে নাম বলতে গিয়ে মৃণাল সেনের পদবি কখনো “সিংহ”, কখনো “সিনহা” বলেন । যদিও অনেক ভেবেও আসল পদবি স্মরণ করতে পারেননি তিনি । এদিকে একজন প্রখ্যাত চলচিত্রকারের নাম “বিকৃত” করার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন,”এতদিন বাঙালি অস্মিতার নামে নাটক করেছেন মাননীয়া” ।
মুখ্যমন্ত্রী বলেন,’আপনারা জানেন যে, পশ্চিমবঙ্গ সবকালেই জনপ্রিয়, কারণ সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সিংহ… মৃণাল সিনহা….অ্যাঁ….উুৃ…. মহানায়ক উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়।আর অনেকে আছেন,..সবার নাম বলতে পারছি না, যার নাম বলতে পারলাম না, তাঁর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।…৬ তারিখ থেকে ১৩ তারিখ অবধি প্রচুর সিনেমা, ডকুমেন্টারি দেখানো হবে, অনুষ্ঠিত হবে প্রচুর সেমিনার, সকলে উপভোগ করুন।’
শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর ওই সময়ের ভিডিও ক্লিপ শেয়ার করে লিখেছেন,’এতদিন মাননীয়া বাঙালি অস্মিতার নামে রাজ্য জুড়ে নাটক করেছেন, এখন তিনি বাংলার গৌরব, গোটা দেশ তথা বাংলার গর্ব, বাংলার মুখ উজ্জ্বলকারী এক মহান বাঙালির নাম বিকৃত করলেন। আসলে উনি জানেনই না, মৃণাল সেন যিনি ভারতীয় চলচ্চিত্র জগতের একজন মহীরূহ, যাঁর খ্যাতি পশ্চিমবঙ্গ কেনো, দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচিত। অনেক নামিদামী বিদেশী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র জগতের মানুষ, বিশেষত পরিচালকরা নানা সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে মৃণাল সেন এর কাজের প্রশংসা করে থাকেন। ওনার সিনেমা দেশে বিদেশে বিভিন্ন ফিল্ম স্কুল ও একাডেমিতে প্রদর্শিত হয় উঠতি পরিচালকদের উদ্বুদ্ধ করতে। তাঁর নাম বিকৃত করার সময় মাননীয়ার বাঙালি অস্মিতার কথা মনে থাকে না। এই লজ্জা বাঙালির, একজন বাঙালি হিসেবে এই লজ্জা আমার ও। ছিঃ! ছিঃ!’
এদিকে আজ উৎসব মঞ্চেই শত্রুঘ্ন সিনহা ও আরতি মুখোপাধ্যায়কে বঙ্গবিভূষণ দিলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে পরিচালক রমেশ সিপ্পি। উৎসবের উদ্বোধন ঘোষণা করেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। প্রদীপ জ্বালালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশেষ নৃত্য পরিবেশন করলেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন পরিচালক সুজয় ঘোষ।ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, জিৎ, দেব সহ বাংলার তারকারা। ছিলেন বহু বিদেশি অতিথিরাও।।

