এইদিন ওয়েবডেস্ক,ঘাটশিলা,০৬ নভেম্বর : ঝাড়খণ্ডের ঘাটশিলাতেও এরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভাতেও জলপ্লাবন দেখা গেল । আসলে বিহার বিধানসভার ভোটের মাঝেই ঘাটশিলা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন হবে । বিজেপি প্রার্থী বাবুলাল সোরেনের সমর্থনে ঘাটশিলা সার্কাস ময়দানে সভা করেন শুভেন্দু । পার্শ্ববর্তী রাজ্যের বিরোধী দলনেতাকে ঘিরে ঘাটশিলার মানুষের মধ্যে যে উন্মাদনা দেখা তা চমকপ্রদ । বিশেষ করে বাঙালিদের মধ্যে শুভেন্দু অধিকারীকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মত । সাংবাদিক সম্মেলনে তিনি আত্মবিশ্বাসের সুরে বললেন,”পশ্চিমবঙ্গে ২০২৬ সালের ভোটে ১৭৭ টা আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি ।”
এদিন শুভেন্দু অধিকারী প্রথমে দলীয় প্রার্থীকে সাথে নিয়ে ঘাটশিলার রঙ্কিনী মাতা মন্দিরে পুজো দেন । পরে তিনি যান কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘাটশিলার বাসভবনে ।বিভূতিভূষণের আবক্ষ মূর্তিতে মাল্যদানের পর ‘গৌরী কুঞ্জে’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সংগ্রহশালাটিও ঘুরে দেখেন । শুভেন্দুর হাতে একটি স্মারক তুলে দেয় ‘গৌরী কুঞ্জে’র কর্তৃপক্ষ৷ পাশাপাশি তারা অভিযোগ করেন যে ঝাড়খণ্ডের ইন্ডি জোট সরকার বিভূতিভূষণের সংগ্রহশালা উন্নয়নে কোনো কাজই করেনি । শুভেন্দু বিষয়টি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে বিষয়টি জানাবেন বলে আশ্বাস দেন তাদের ।
এদিন ঘাটশিলায় নির্বাচনী প্রচারে গিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার ও ঝাড়খণ্ডের ইন্ডি জোট সরকারের বিরুদ্ধে মুসলিম তোষামোদি, দুর্নীতি, মাফিয়ারাজের বিরুদ্ধে সরব হন শুভেন্দু অধিকারী । তিনি অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গের উন্মুক্ত সীমান্ত দিয়ে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ঢুকে দুই রাজ্যের জনবিন্যাসের আমূল পরিবর্তন ঘটাচ্ছে । তিনি ঘাটশিলাবাসীর কাছে আহ্বান জানিয়ে বলেন,’পশ্চিমবঙ্গের যা সর্বনাশ হওয়ার তো হয়েছে,আপনারা ঝাড়খণ্ডকে বাঁচান এও তোষামোদি ও দুর্নীতিবাজ সরকারের হাত থেকে ।’।

