এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৬ নভেম্বর : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসারদের(বিএলও) রাজনৈতিক প্রভাব মুক্ত থাকার কঠোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন । কিন্তু সেই দলীয় ক্যাডারদের বিএলও করার অভিযোগ উঠছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । এবারে মালদা জেলার চাঁচলের শ্রীরামপুর এলাকার ২৪১নম্বর বুথে বিএলও-এর বিরুদ্ধে বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে এনামুরেশনের ফর্ম বিলির অভিযোগ উঠল । যে ভিডিওটি স্থানীয় কিছু সোশ্যাল মিডিয়া চ্যানেলে শেয়ার করে বলা হয়েছে যে বিজেপির তরফে ভিডিওটি প্রচার করা হচ্ছে । যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এইদিন । কিন্তু ঘটনাটি যদি সত্যি হয় তাহলে এরাজ্যের এসআইআর প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে ।
ওই সংবাদমাধ্যমে বলা হয়েছে,বিজেপির অভিযোগ অভিযোগ তুলছে যে চাঁচলের শ্রীরামপুর এলাকার ২৪১ নম্বর বুথের বিএলও অলোক চক্রবর্তী ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে এনামুরেশনের ফর্ম বিলি করছেন। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক । যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। সংশ্লিষ্ট বুথের বিএলও একই দাবি করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে ৷ প্রতিবেদন অনুযায়ী বিএলও সাফাই দিয়েছেন, তিনি পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্মগুলি গোছাচ্ছিলেন মাত্র ।এক্ষেত্রে বিজেপি পালটা প্রশ্ন তুলছে কেন নিজের বাড়ি থাকতে পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে এনামুরেশনের ফর্ম গোছানোর প্রয়োজন হল ? বিজেপি ঘটনার তদন্ত করে ওই বিএলও-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি করেছে ৷।

