এইদিন ওয়েবডেস্ক,হুগলী,১১ সেপ্টেম্বর : ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হুগলী জেলার চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানার অন্তর্গত চাকুন্দির একটি ব্যাটারী কারখানায় । শনিবার সকাল আটটা নাগাদ কারখানায় আগুন লাগার পর দমকলের ৪ টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে । খবর পেতেই ডানকুনি থানার পুলিশ আধিকারিকদের পাশাপাশি ও চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিক ও দমকলের উচ্চ পদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে চলে আসেন । কিন্তু আগুন কিভাবে লাগলো এই বিষয়ে তাঁরা কেউই স্পষ্ট করে কিছু জানাতে পারেননি ।
তবে স্থানীয় ও কারখানা সুত্রে খবর,এদিন সকালে কারখানার ভিতর ওয়েল্ডিংয়ের কাজ চলছিল ৷ সেই সময় কোনওভাবে কারখানায় আগুন লেগে যায় । তারপর দমকলের চারটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে । কারখানার ভিতর বেশ কয়েকটি অক্সিজেন সিলেন্ডারও মজুত রয়েছে বলেও জানা যাচ্ছে ৷ সেগুলি যদি আগুন ধরে বিস্ফোরণ ঘটে যায় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা দমকলকর্মীদের । আবার পাশাপাশিই রয়েছে আরও বেশ কয়েকটি কারখানা । সেখানে যাতে আগুন ছড়াতে না পারে তার জন্য পরে ঘটনাস্থলে আরও কয়েকটি ইঞ্জিন পাঠানো হয় । ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।।