এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ নভেম্বর : এসআইআর-এর বিরোধিতায় আজ মঙ্গলবার দুপুরে রেড রোডে বি.আর. অম্বেদকরের মূর্তির সামনে মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার ভাইপো অভিষেক ব্যানার্জি । রানি রাসমণি রোড ধরে কে.সি. দাস মোড় পেরিয়ে মিছিলটি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছ পর্যন্ত যায় । মমতাকে হাতে একটা সংবিধানের কপি নিয়ে হাঁটতে দেখা যায় ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করার পাশাপাশি দাবি করেন যে মিছিলে কোনো ভারতীয় ছিলনা সব বাংলাদেশী অনুপ্রবেশকারী ছিল । তিনি মমতারাই মিছিলকে “জামাতের মিছিল” বলে কটাক্ষ করেন ।
নির্বাচন কমিশনের দপ্তরের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের মিছিল প্রসঙ্গে শুভেন্দু বলেন,’আজকের তিনটের সময় যে মিছিলটা হলো আম্বেদকরের মূর্তির সামনে থেকে, যারা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ করছে, যারা জ্ঞানেশ কুমারের বাপ তুলছে, যারা মনোজ আগরওয়ালের দুর্নীতি ফাঁসের হুমকি দিয়ে ভয় দেখাচ্ছে, একটা সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে, আক্রমণ করছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারাই বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করছে ।’ তিনি বলেন,’আর যারা চাঁঁচলে একটা লুম্পেনকে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়েছিল, সেই জোড়াসাঁকোতে এসে তারা মিছিল শেষ করছে । এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয়। রাষ্ট্রবাদীদের মিছিল নয় । জামাতিদের মিছিল । খোঁজ নিয়ে দেখুন বসিরহাট, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর থেকে যত বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলমানরা গাড়ি করে করে আসছে । এটা জামাত ইসলামির মিছিল ।’
কলকাতা উত্তর শহরতলী জেলা বিজেপির ডাকে সোদপুর ট্রাফিক মোড় থেকে বিটি রোড আগরপাড়া তেঁতুলতলা মোড় পর্যন্ত পরিবর্তন যাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী । তেঁতুলতলা মোড়ে আয়োজিত বিশাল জনসভায় ভাষণে তিনি বলেন,’মহম্মদ আলী জিন্নাহ, সোহরাওয়ার্দীরা যে স্বপ্ন দেখেছিলেন, সেই অসম্পূর্ণ স্বপ্নকে পূরণ করছেন খালা মমতা ব্যানার্জির নেতৃত্বে এই চোরামূলিদের সরকার ৷ এটা মুসলিম লীগ টু সরকার । এরা আজ বলছে, বর্ডার দিয়ে যদি অনুপ্রবেশকারী ঢুকে তার দায়িত্ব ভারত সরকারের । আপনার আগে ৫৪০ কিলোমিটার জমিটা দিয়ে দিন৷’ তিনি বলেন,’বাংলাদেশের সঙ্গে মোট চার হাজার কিলোমিটারের মধ্যে ২২০০ কিলোমিটার বর্ডার রয়েছে পশ্চিমবঙ্গের৷ বেড়া দেওয়া সম্ভব অথচ জমি দেয়নি রাজ্য সরকার,এমন রয়েছে ৫৪০ কিলোমিটার৷ ২০১৬ সাল থেকে আগে রাজনাথ সিংহ এখন অমিত শাহ পশ্চিমবঙ্গের সরকারকে অগ্রিম টাকা দিয়েছে জমি কেনার জন্য ৷ কিন্তু মমতা ব্যানার্জি জমি দেননি ।’ এটা শুধু এরাজ্য নয়,গোটা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী ।
পাশাপাশি এসআইআর নিয়ে ভোটারদের সহযোগিতা করার জন্য দলের রাজ্য স্তরের একটা হেল্পলাইন নম্বার(০৮০৬৫৯০৭৪৫৪) ঘোষণা করেন শুভেন্দু অধিকারী৷ তিনি আরো জানান যে প্রতিটি জেলা স্তরেও পৃথক হেল্পলাইন নম্বার ঘোষণা করা হবে । সেই সাথে তিনি তৃণমূলকে সতর্ক করে দিয়ে বলেন,’এক ইঞ্চি ছাড়ার কোনো জায়গা নেই ।’।

