এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর(মালদা),১১ সেপ্টেম্বর : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি দশভূজার আদলে তৈরি করে তাঁর কোলে বসিয়ে দেওয়া হয়েছে ছোট্ট গনেশ । নীল পাড়ের সাদা শাড়ি পরিহীতা দশভূজা মমতা বন্দ্যোপাধ্যায় দু’হাতে ধরে আছেন গনেশকে । বাকি আট হাতে রয়েছে কন্যাশ্রী,সবুজ সাথী,যুবশ্রী,স্বাস্থ্যসাথী প্রভৃতি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নাম লেখা পোস্টার । শাসকদল পরিচালিত মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর এলাকার জাগরন সংঘ নামে একটি ক্লাবের গনেশ পূজোর এই অভিনব মূর্তি এলাকায় নজর কাড়লেও সমালোচনাও কম হচ্ছে না । পাশাপাশি শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর । দেবীর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে তৃণমূল অনৈতিক কাজ করেছে বলে জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব । যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, দশভূজার মতই রাজ্য সামলাচ্ছেন তাঁদের সুপ্রীমো । তাই এই মূর্তি যথাযথ হয়েছে ।
তৃণমূল কংগ্রেস পরিচালিত জাগরন সংঘের গনেশ পূজো প্রসঙ্গে বিজেপি জেলা সম্পাদক কিষান কেডিয়া বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রীকে দূর্গা রূপে দেখানোটা তৃণমূল একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছে । জনসাধারণ এটাকে ভালো চোখে দেখছে না । সময় এলে মানুষ এর উত্তর দেবে ।’ পাশাপাশি তিনি বলেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল নেতাদের চোখে রাজ্যের মা হতে পারেন । কিন্তু দেবী দেবতাদের মা হতে পারেন না । এটা তৃণমূল যেভাবে প্রচার করছে তা মুখ্যমন্ত্রীও মনে হয় ভালো চোখে দেখবেন না । জনসাধারণ তো দেখবেই না । আগামী পঞ্চায়েত নির্বাচনে জনসাধারণ এর জবাব দিয়ে দেবেন ।’
অন্যদিকে এই মূর্তির ভাবনা যথাযথ হয়েছে বলে দাবি করেছে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ও ক্লাব সম্পাদক বুলবুল খান । তাঁর কথায়, ‘একটি অশুভ শক্তি পশ্চিমবঙ্গকে গ্রাস করতে চেয়েছিল । তার হাত থেকে দিদি আমাদের বাঁচিয়েছেন । সেই ভাবনা থেকেই মূর্তি তৈরি করা হয়েছে ।’ পাশাপাশি তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার মতই আমাদের পশ্চিমবঙ্গবাসীর সুখে দুঃখে পাশে দাঁড়াচ্ছেন । জন-কল্যাণকর প্রকল্পের মাধ্যমে ধনী-দরিদ্র সব মানুষের স্বার্থে কাজ করছেন । তাই আমরা ওনাকে সম্মান জানাতে দেবী দুর্গার মত রূপ দিয়েছে। এতে অন্যায়ের কিছু নেই ।’
তৃণমূল কংগ্রেস পরিচালিত হরিশ্চন্দ্রপুরের জাগরন সংঘের এবারেই প্রথম গনেশ পূজো । গণেশ চতুর্থীর দিন পূজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল, জেলা ছাত্র সভাপতি প্রসূন রায়, জেলা সাধারণ সম্পাদক জম্বু রহমান, ব্লক ছাত্র সভাপতি বিমান ঝাঁ, যুব হরিশ্চন্দ্রপুর ১ ও ২ সভাপতি জিয়াউর রহমান, মনোতোষ ঘোষ প্রমূখ ।।