এইদিন ওয়েবডেস্ক,কাকদ্বীপ,০৩ নভেম্বর : “এগারোতে এসে শিল্প খেয়েছে, ষোলতে এসে চাকরি খেয়েছে, আর ২৬শে এলে হিন্দু খাবে” : দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই ভাষাতেই নজিরবিহীন আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন,’কাকদ্বীপের সূর্যনগরের নস্কর পাড়ায় মূর্তি ভেঙেছে । মন্টুরাম পাখিরা, বাপি হালদার একজনকে সাজিয়ে নিয়ে গেছে । এখানে একজন টেনিয়া আছে….দেবাশীষ । এরা মিলে পুলিশ ও এসডিপিও- এর সঙ্গে বন্দোবস্ত করেছে । আমরা সব জানি । এসব জিনিস চেপে রাখা যায় না । মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে । আপনারা এর বদলা যদি চান তাহলে ২৬শে বদল আনতে হবে । বদল হলে শুধু সুদেআসলে তুলব নয়,পেনাল ইন্টারেস্ট, দণ্ডসুদ দিয়ে উসুল তুলবো । আমি আপনাদের কাছে বলে গেলাম ।’
তিনি বলেন,’গাঙের ওপারে মন্টুর মালিককে আমি হারিয়েছি । রাষ্ট্রপতি শাসন লাগেনি । ৭০ ভাগ হিন্দু এক হয়ে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে ১৯৫৬ ভোটে হারিয়ে দিয়েছে । আর সাগরে হিন্দু কত ? ৮০ ভাগ । পাথরপ্রতিমায় হিন্দু কত ? প্রায় ৮০ ভাগ । কাকদ্বীপে হিন্দু কত ? প্রায় ৮০ ভাগ । একটি বেশি আছে (মুসলিম) কুলপিতে, হিন্দু একটু কম আছে । মন্দিরবাজারে এর থেকে একটু বেশি আছে, মানে আমরা একটু কম আছি । রায়দিঘিতে আমরা বেশি আছি । তাহলে আপনি নন্দীগ্রামের ফর্মুলা প্রয়োগ করুন। আপনি ডায়মন্ড হারবার মডেল,কেশপুর লাইন ধরবেন ? নাকি গাঙের ওপারে নন্দীগ্রামের লাইন ধরবেন ?’ তিনি ভবিষ্যৎবাণী করেন,’দক্ষিণ চব্বিশ পরগনা যদি ভোট ঠিকমতো হয় তাহলে বিজেপির সঙ্গে আই এস এফ এর লড়াই হবে। তৃণমূল এই জেলাতে তৃতীয় হয়ে যাবে । শুধু পুলিশ আর চোর গুন্ডাদের নিয়ে এই জেলার মানুষকে দাবীয়ে রাখা হয়েছে।’
শুভেন্দু অধিকারী বলেন,’আপনারা ঐক্যবদ্ধ হন । ঐক্যবদ্ধ না হলে নস্করপাড়ার মত ঘটনা ঘটেবে । জগদ্ধাত্রী পুজোতে মন্দিরবাজারের মল্লিকপুরে ৫টা প্রতিমা ভাঙচুর হয়েছে । হিন্দু ধর্মে বিশ্বাসী কোন লোক কালী মূর্তি জগধাত্রী মূর্তিতে হাত দিতে পারে ? কে হাত দিতে পারে ? যারা হিন্দু ধর্ম মানে না । যারা চায় হিন্দু ধর্ম শেষ হয়ে যাক, তারা করতে পারে। আর নাস্তিকরা করতে পারে । কিছু মাকুরা এখনো আছে যারা ধর্ম-টর্ম মানে না তারা পারে । আমাদের কেউ করতে পারে না।’ তিনি বলেন,’ এই জিনিসগুলো ঘটছে কেন ? বাংলাদেশের রোগ এই বাংলাতে ঢুকছে কেন। এই কারণ ডুকছে কারণ তারা জানে পুলিশ আমাদেরকে কেশাগ্র স্পর্শ করবে না। কারন আমরা মমতা ব্যানার্জির সলিড ভোট ব্যাংক । আমরা নিশ্চিন্তে থাকবো। এইজন্য পশ্চিমবাংলায় আজকের এই অবস্থা।’
আজ সুন্দরবন জেলার পুলিশ সুপারকে নজিরবিহীন আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী । তিনি এসপিকে ডাকাত বলেছেন । শুভেন্দু অধিকারী বলেন,’সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও একটা ডাকাত । আসানসোলে যে কয়লা চুরি হয়েছিল সেই মামলাতে অনেকেই অভিযুক্ত হয়ে জেল খেটেছে । অনেকে বিদেশে পালিয়েছে । অনেকে জেলে যাওয়ার অপেক্ষায় আছে । সেই মামলায় কোটেশ্বর রাওকে ইডি পাঁচবার দিল্লিতে ডেকেছিল । দুবার গেছে । এই কোটেশ্বর রাও আমাদের এই মিছিল আটকানোর জন্য বলেছিল “আজকে কাজের দিন” । সব রাস্তাঘাট নাকি বন্ধ হয়ে যাবে৷ এসপি অফিস, কোর্ট নাকি সব বন্ধ হয়ে যাবে। তাই মিছিল করতে দেওয়া যাবে না। পরে আরো বাধা দিয়ে যাতে সংখ্যা আমরা ৬ হাজারের বেশি না করতে পারি৷ তার জন্য হাইকোর্টে গিয়েছিল । ফাইনালি ভাইপোর কোটেশ্বর, পিসির কোটেশ্বর, কর্মসূচিটা হলো তো ? আটকাতে পারবেন না আমাদের ।’
কাকদ্বীপের সূর্যনগরের নস্কর পাড়ায় কালী প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে আজ সোমবার প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি । মথুরাপুর সাংগঠনিক জেলার ডাকে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী । প্রথমে স্টার মোড় থেকে বাসন্তী ময়দান পর্যন্ত প্রায় এক কিলোমিটার পদযাত্রা করেন তিনি । পরে বাসন্তী ময়দানে ভাষণ দেন বিরোধী দলনেতা ।
আজকে শুভেন্দু অধিকারীর এই জনসভায় বাসন্তী ময়দানে কার্যত জনপ্লাবন লক্ষ্য করা যায় । ভিড় দেখে তিনি বলেন,’আমি খুশি হয়েছি । হিন্দুরা জেগে গেছে। এবারে পরিবর্তন কেউ আটকাতে পারবেনা ।’।

