এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৩ নভেম্বর : গত ২৬শে অক্টোবর মালদার হরিশ্চন্দ্রপুরের বারোদুয়ারি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে । বাড়ির কোলাপসেবল গেট ও একাধিক ঘরের তালা ভেঙে কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । সেই দুঃসাহসিক চুরির ঘটনার মুহুর্ত রেকর্ড হয়ে যায় ব্যবসায়ীর সিসিটিভি ক্যামেরায় । ফুটেজে বাকি দুষ্কৃতীদের মুখ কাপড়ে মোড়া থাকলেও একজনের মুখ স্পষ্ট দেখা গেছে । কিন্তু ঘটনার ৮ দিন কেটে গেলেও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কোনো নাগাল করতে না পারায় একদিকে যেমন পরিবারটি ক্ষুব্ধ । পাশাপাশি অন্যদিকে পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা ।
ব্যবসায়ী অরুণ জিন্দাল বলেন,’পুলিশের কাছে সিসিটিভির ফুটেজ দিয়েছি । তাতে দুষ্কৃতীদের স্পষ্ট দেখা যাচ্ছে । কিন্তু পুলিশ এখনও পর্যন্ত দুষ্কৃতীদের ধরতে পারেনি। ধরার চেষ্টা করছে বলে জানিয়েছে। পুলিশের মুখ চেয়ে বসে থাকা ছাড়া আমাদের তো কিছু করার নেই ।’ অরুণবাবু মিডিয়ার সঙ্গেও ফুটেজটি শেয়ার করেছেন । তাতে দেখা গেছে কোলাপসেবল গেট ও কাঠের দরজা ভেঙে প্রথমে এক দুষ্কৃতী ঘরে ঢোকে ৷ কিন্তু তার মুখ ঢাকা না থাকায় তার চেহেরা স্পষ্ট দেখা গেছে । বাকি দুষ্কৃতীরা অবশ্য মুখ ঢেকে বাড়িতে ঢোকে । তারপর গেটের সামনে সিসিটিভি ক্যামেরাটি তারা নামিয়ে দেয় । কিন্তু বাড়ির ভিতরের অন্য ক্যামেরাতেও ধরা পড়ে দুষ্কৃতীরা । ফুটেজে ৪-৫ জন দুষ্কৃতীকে দেখা যায় । কিন্তু দুষ্কৃতীদের চেহেরা স্পষ্ট দেখা গেলেও পুলিশ কেন এখনো তাদের চিহ্নিত করতে পারল না, তানিয়েই সন্দেহ দানা বেধেছে এলাকায় ।।

