এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৩ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতারে বেপরোয়া বাসের ধাক্কায় টোটোর এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে । মৃত মহিলার নাম সুমিত্রা মালিক (৬০)।ভাতার থানার আমারুন গ্রামে তাঁর বাড়ি। ভাতারের আমারুন গ্রামে তাঁর বাড়ি। আহত হয়েছে টোটো চালক সহ আরও তিনজন । আজ সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কে ভাতারের বেলেণ্ডা ক্যানেলপুলের কাছে ।আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।
জানা গেছে, এদিন আমারুনের একটি পরিবার গ্রামেরই বাসিন্দা নানু বাগের টোটোয় চড়ে ভাতাড় বাজারে কেনাকাটা করতে এসেছিল । চালকসহ মোট ৪ জন যাত্রী ছিল টোটোটিতে । কেনাকাটা সেরে সন্ধ্যার দিকে ফের টোটোয় চড়ে বাড়ি ফিরছিল পরিবারটি । বর্ধমান-কাটোয়া সড়ক পথ ধরে ভাতার থেকে আমারুন মুখে যাওয়ার সময় বেলেণ্ডা ক্যানেলপুলের কাছে আসতেই একটি বেপরোয়া গতির বাস টোটোটিকে সজোরে ধাক্কা দেয় । টোটোটি ছিটকে পড়ে ৷ গুরুতর আহত হন টোটোর ৪ জনই । এদিকে ধাক্কা দিয়েই বাস ফেলে চম্পট দেয় চালক ও খালাসি । খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে ভাতার গ্রামীন হাসপাতালে নিয়ে আসে । সেখানে প্রৌঢ়া সুমিত্রা মালিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । বাকি ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । পুলিশ ঘাতক বাসটি আটক করেছে ।।

