এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৩ নভেম্বর : সোমবার রাতে আফগানিস্তানে প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে ৷ এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছে ৮ জন । আহত হয়েছে অন্তত ২০০ জন । প্রদেশের সামাঙ্গান প্রদেশের তালেবানের জনস্বাস্থ্য পরিচালক ক্বারী সামাঙ্গান প্রদেশের হাবিবি রুস্তম নওইন রেডিওকে বলেন, প্রাদেশিক রাজধানী আইবাক শহরে একজন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। তিনি
আরও বলেন, বালখ প্রদেশের খুলম জেলায় ছয়জন নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছেন।সামাঙ্গান প্রদেশের হযরত সুলতান জেলায় একজনের মৃত্যু এবং ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে তিনি জানান ।
স্থানীয় তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলি প্রত্যন্ত অঞ্চলগুলি মূল্যায়ন অব্যাহত রাখার সাথে সাথে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
সোমবার রাত ১২:৫৯ মিনিটে ৬.৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল বালখ প্রদেশের খুলম জেলা। কাবুল, বাগলান, সামানগান, সার-ই পুল এবং কুন্দুজ প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে।।

