এইদিন ওয়েবডেস্ক,তপসী(পশ্চিম বর্ধমান),১১ সেপ্টেম্বর : পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থানার অন্তর্গত তপসী রেলগেটের কাছে নিয়ন্ত্রন হারিয়ে উলটে পড়ল একটি কয়লা বোঝাই লরি । অল্পের জন্য প্রাণে বাঁচল গাড়িচালকের । শুক্রবার রাতের এই দূর্ঘটনার পর বেশ কিছুক্ষনের জন্য যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে কেন্দা ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।
স্থানীয় সুত্রে জানা গেছে,ঝাড়খন্ডে সিসিএল এর কয়লা লোড করে জামুড়িয়া শিল্প তালুকের কারখানায় আনলোডিং করতে যাচ্ছিল ১২ চাকার ওই লরিটি । ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে রানীগঞ্জ থেকে সিউড়ির মুখে যাওয়ার সময় তপসী রেলগেটের কাছে আসতেই লরিটি নিয়ন্ত্রন হারিয়ে উলটে পড়ে । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ । তবে তার আগেই স্থানীয়রা গাড়ির চালককে গাড়ি থেকে কোনো রকম উদ্ধার করে । পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । লরির চালক মদ্যপ অবস্থায় থাকার কারনেই এই দুর্ঘটনা ঘটে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের ।।