এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০২ নভেম্বর : একদিকে যখন উগ্র ইসলামি মৌলবাদী দল বাংলাদেশ জামাত ইসলামি হিন্দুদের ভোট পেতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে, পাশাপাশি অন্যদিকে তাদের নেতাদের হিন্দু বিদ্বেষী স্বরূপ প্রকাশ্যে আসছে৷ বাংলাদেশের রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার জেলেপাড়ার বাসিন্দা জামায়াতে ইসলামীর নেতা মেহেদি খাঁ জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক হিন্দু পরিবারের এক মহিলা ও তাঁর মেয়ের উপর হামলা মারাত্মক হামলা চালিয়েছে বলে জানা গেছে । গত ২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে এই নির্মম ঘটনা ঘটে। অভিযুক্ত মেহেদি খাঁ জামায়াতে ইসলামীর তাহেরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সম্পাদকের দায়িত্বে আছে হামলার একটি ভিডিও ৩০ অক্টোবর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জামাত ইসলামি সম্পর্কে হিন্দুদের মধ্যে অবিশ্বাস বেড়ে গেছে ৷
ভুক্তভোগী পরিবারের সদস্য উত্তম কুমার দাস বাগমারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে মেহেদি খাঁর বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে মেহেদি খাঁর নেতৃত্বে কয়েকজন তাঁর স্ত্রীর ওপর অতর্কিতে হামলা চালায়। সেই সময় তার মেয়ে মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে স্থানীয়রা আহত মা-মেয়েকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উত্তম কুমার দাস বলেন,’আমরা হিন্দু বলেই প্রভাবশালী মেহেদি খাঁ আমাদের বাড়ি দখল করতে চায়। হামলার পরও তিনি ভয়ভীতি দেখাচ্ছেন। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি ।’ স্থানীয় বাসিন্দারাও মেহেদি খাঁকে জামায়াতের সক্রিয় স্থানীয় নেতা হিসেবে চিহ্নিত করেছেন। তবে উপজেলা জামায়াতের নেতারা এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।
অভিযোগ বিষয়ে জানতে মেহেদি খাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন,’ঘটনাটি কয়েক দিন আগের। আজ শনিবার উভয় পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা চলছে। যদি সমঝোতা না হয়, তাহলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, এটি কেবল জমি বিরোধ নয়, সংখ্যালঘু পরিবার হওয়ায় তাদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এলাকাবাসীর দাবি, দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের নির্যাতন আর কেউ করতে সাহস না পায়।
ঘটনাটি বর্তমানে পুরো তাহেরপুর এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে। হিন্দুরা বলাবলি করছে যে ক্ষমতায় না এসেও জামাত ইসলামির যদি এই ভয়ংকর রূপ হয় তাহলে ক্ষমতায় এলে একটা হিন্দুকে দেশে টিকতে দেবে না । পুলিশ জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে ।।

