এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০২ নভেম্বর : দীর্ঘ ১২ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশের গোপালগঞ্জ সদর উপজেলার শুরগ্রামের প্রদীপ বিশ্বাস (৪৫) নামে এক কৃষকের পচাগলা দেহ উদ্ধার হল বিল থেকে । শনিবার দুপুরে শুরগ্রামের ডালিমভিটা বিলের কচুরীপানার মধ্যে ওই ব্যক্তির দেহটি ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারা । পরে পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় । পরিবারের অভিযোগ প্রদীপ বিশ্বাসকে খুন করে বিলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে ।
জানা গেছে,প্রদীপ গত ১৯ অক্টোবর রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন । শনিবার বিল থেকে তার পচাগলা দেয় উদ্ধার হয় । প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে ওই ব্যক্তিকে নৃশংসভাবে খুন করে বিলের জলে ফেলে দেওয়া হয়েছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে প্রায়ই একইভাবে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে থাকায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ।।

