এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,৩১ অক্টোবর : আন্তর্জাতিক হিন্দু ধর্মীয় সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ করল ইসলামি জঙ্গি সংগঠন । নামাজের পর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ব্যানারে আয়োজিত এই সমাবেশে কট্টরপন্থীরা উত্তেজক বক্তব্য পরিবেশন করে । পরিতাপের বিষয় হল যে যারা নিজেরাই চরমপন্থী মতাদর্শে বিশ্বাসী তারা ইসকনের মত একটা নিরীহ সংগঠনের বিরুদ্ধে ধর্মীয় আচার -অনুষ্ঠানের আড়ালে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণাসূচক বক্তব্য প্রচার এবং দেশের শান্তি-শৃঙ্খলা নষ্টের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে ।
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রকাশনা সম্পাদক উগ্র মতাদর্শে বিশ্বাসী অধ্যাপক মহম্মদ আব্দুল লতীফের কথায়,’ইসকন নামের সংগঠনটি ধর্মীয় ছদ্মাবরণে দেশে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। সরকারের উচিত দ্রুত এ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া।’
উল্লেখ্য,বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের একমাত্র আশ্রয়স্থল হল ইসকন । সংখ্যাগুরু মুসলিমদের অবর্ণনীয় অত্যাচারের মাঝেও দেশের হিন্দু সম্প্রদায়কে একসূত্রে বেঁধে রেখেছে এই নিরীহ হিন্দু সংগঠনটি৷ যেকারণে বাংলাদেশের ইসমামি চরমপন্থী দলগুলির কাছে চক্ষুশূল হয়ে গেছে ইসকন। কারন তারা যত সত্ত্বর বাংলাদেশকে ১০০ শতাংশ ইসলামি রাষ্ট্র বানাতে গোপনে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে । তাদের এই কাজে সবচেয়ে বড় বাধার সৃষ্টি করায় ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা অপরাধে এক বছরের অধিক সময় ধরে জেলের মধ্যে বন্দি রেখেছে মহম্মদ ইউনূসের সরকার । এখন যেনতেন প্রকারেণ ইসকনকে নিষিদ্ধ করতে পারলেই তারা বাংলাদেশকে শত শতাংশ ইসলামি রাষ্ট্র বানানোর লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে ।।

