এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩১ অক্টোবর : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) চালু হওয়ার দিন থেকেই তৃণমূল -বিজেপির বাকযুদ্ধ চলছে । সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় মৃত্যুর ঘটনাকে এসআইআর এর সঙ্গে জুড়ে দেওয়ায় এই তর্জার সূত্রপাত । উত্তর ২৪ পরগনার পানিহাটির এক প্রৌঢ়ের আত্মঘাতী হওয়ার ঘটনাকে এসআইআর-এর সঙ্গে জুড়ে দিয়েছে তৃণমূল । তৃণমূলের দাবি, ওই প্রৌঢ়ের ঘর থেকে উদ্ধার হওয়া ডাইরিতে নাকি তিনি একথা লিখে গেছেন । এরপর দিনহাটার একজনের বিষপানের ঘটনা,বীরভূমের ইলামবাজারে আরও একজন গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনাকেও জুড়ে দেওয়া হয়েছে এসআইআর-এর সঙ্গে । ইতিমধ্যে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের পাঞ্চেত বনবিভাগের বাঁকাদহ রেঞ্জে পচদহরা গ্রামের কাছে একটি পূর্ণ বয়স্ক চিতাভাগের মৃতদেহ উদ্ধার হয়েছে । বাঁকাদহ- জয়রামবাটি সড়কের ধারেই ওই চিতাবাঘটিকে বৃহস্পতিবার গভীর রাতে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা । রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনাকে তৃণমূল এসআইআর-এর সঙ্গে জুড়ে দেওয়ায় বিরোধী দলনেতা বিদ্রুপ করে বলেছেন,’এসআইআর আতঙ্কেই ওই বাঘটি মারা গেছে।’
আজ সন্ধ্যায় কলকাতার সল্টলেকে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে শুভেন্দু শাসকদলকে বিদ্রুপ করে বলেন,’আজকে তো বিষ্ণুপুরের বাঁকাদহে মৃত চিতাবাঘ পাওয়া গেছে । তার পাশে লেখা আছে এসআইআর-এর কারণে মারা গেছে । পানিহাটির মত ভাইপো নিশ্চয় ওখানে যাবে । সৎকারের ব্যবস্থা করবে ।’ উল্লেখ্য,পানিহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের আগরপাড়ার মহাজাতি নগরের উমা অ্যাপার্টমেন্টের তিনতলা ফ্যাটের বাসিন্দা মৃত বছর সাতন্নর প্রদীপ করের বাড়িতে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি । তিনি পরিবারটির পাশে থাকার বার্তা দিয়ে আসেন। যদিও প্রৌঢ়ের ডাইরিতে লেখা মৃত্যুকালীন জবানবন্দি নিয়ে অনেক প্রশ্ন উঠছে । বিজেপির অভিযোগ যে ডাইরিতে নির্দিষ্ট লেখাটি আদপেই ওই প্রৌঢ়ের নয় । কারন তার ডান হাতের চারটে আঙুল ছিল না বলে দাবি করেছেন পরিবার ।
বাঁকুড়ার বিজেপির যুবনেতা সব্যসাচী ভট্টাচার্য ওই মরা চিতাবাঘের একটি ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে । বাঘটির পাশে একটি চিরকুটে লেখা আছে, “আমার মৃত্যুর জন্ন দাই NRC” । তিনি লিখেছেন,’বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকাদহে মৃত চিতাবাঘের দেহের পাশে উদ্ধার হয়েছে সুইসাইড নোট, চিতাবাঘটি লিখে গেছে মৃত্যুর জন্য এনআরসি দায়ী….এইবার আপনারা প্রশ্ন করবেন যে, চিতাবাঘের হাত নেই তাহলে সুইসাইড নোট লিখলো কিভাবে? ঠিক যেভাবে পানিহাটীর প্রদীপ কর হাতের আঙ্গুল ছাড়া সুইসাইড নোট লিখেছিলো ঠিক সেই ভাবেই লিখেছে….।’।

