এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩১ অক্টোবর : পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন(এসআইআর) নিয়ে রাজনৈতিক তর্জা চরমে । এসআইআর-এর বন্ধ করতে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তার ভাইপো অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের বড়-মেজো-ছোট নেতারা মাঝে মধ্যেই নির্বাচন কমিশন, বিজেপি এবং এমনকি ব্লক লেভেল অফিসার(বিএলও)-দের রীতিমতো হুমকি-ধমকি দিতে শুরু করেছে । বিজেপির অভিযোগ যে মৃত ও ডবল এন্ট্রি ভোটার এবং রোহিঙ্গা-বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রাখতে মরিয়া শাসকদল হুমকির পথ বেছে নিয়েছে । এবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম ধরতে তৃণমূলের লোকেদের বিজেপির পক্ষ থেকে ৫০০ টাকা করে পুরষ্কার ঘোষণা করবেন । পাশাপাশি তিনি রোহিঙ্গা -বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলেছেন,”আমি বাংলাদেশের মুসলমানদের বলছি পালান ।”
আজ শুক্রবার সন্ধ্যায় কলকাতার সল্টলেকে রাজ্য বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন,’আমি বাংলাদেশের মুসলমানদের বলছি পালান । তা নাহলে আমরা তৃণমূলের এক একজনকে ৫০০ টাকা করে দেবো, তারাই ধরে এনে দেবে । আমি ঘোষণা করে দেবো যে বাংলাদেশী ও রোহিঙ্গা মুসলিমদের ধরে দিতে পারলেই ৫০০ টাকা পুরস্কার। আমাদের কিছু করতে হবে না তৃণমূলের লোকেরাই ধরে নিয়ে আসবে । দশটা ধরলে ৫,০০০ টাকা ।’ তিনি আরও বলেন,’এর আগে আমি যখন পেট্রোপোলে অবরোধ করি, সেই সময় নিউমার্কেট ফাঁকা হয়ে গিয়েছিল৷’
তবে শুভেন্দু আশ্বস্ত করে দিয়েছেন যে বাংলাদেশি হিন্দুদের কোন চিন্তার কারন নেই । তিনি বলেন,’মতুয়া সম্প্রদায় লোকেরা তো সনাতনী । হিন্দুরা তো বিপদে পড়বে না । ভুতুড়ে ভোটাররা বিপদে পড়বে । মৃত ভোটাররা বিপদে পড়বে,যাদের ভোটের দিন জ্যান্ত করে দেয় তৃণমূল । আর বিপদে পড়বে বাংলাদেশ থেকে যে মুসলমান এবং রোহিঙ্গারা ঢুকেছে। তাদেরকে এখানে জামাই আদর করে পিসি ভাইপো রেখেছেন। তারাই বিপদে পড়বে । এখন তারা দলে দলে পালাচ্ছে।’।

