এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১০ সেপ্টেম্বর : জটিল অস্ত্রপচারে বড়সড় সাফল্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। ১৬ বছরের কিশোরীর শরীরের ভিতর থেকে আট কেজি টিউমার বাদ দেওয়া হল। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের হাতযশে কার্যত পুনর্জন্ম পেল অসুস্থ কিশোরী ।
জানা যায় বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লক এলাকার ১৬ বছরের কিশোরী পেট ফোলা, যন্ত্রণা, খাওয়ায় অনীহা সহ একাধিক উপসর্গ নিয়ে গত ১ সেপ্টেম্বর বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরিবারের লোকজন এই অসুস্থতার উৎস সম্পর্কে জানতেন না। বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা যায় ওই কিশোরীর পেটের ভিতর একটি বড়সড় টিউমার রয়েছে। অস্ত্রপচার জরুরি।
হাসপাতালের সুপার তরুণ কুমার পাঠক জানান রোগীকে পরীক্ষা করার পর সার্জারি বিভাগের প্রধান ডাঃ প্রশান্ত ভট্টাচার্যের নেতৃত্বে বোর্ড গঠন করা হয়। তারপর একদল চিকিৎসক ঐ কিশোরীর অস্ত্রোপচারের কাজে হাত লাগান। অস্ত্রোপচার করে আট কেজির বেশী ওজনের একটি টিউমার শরীর থেকে বাদ দেন চিকিৎসকরা। বর্তমানে ঐ কিশোরী সুস্থ আছেন। আরো বেশ কয়েক দিন পর্যবেক্ষণে তাকে রাখা হবে বলে জানিয়েছেন সুপার। রোগী একন সুস্থই। রোগীর পরিবার চিকিৎকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ।।