এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৯ অক্টোবর : কপালে রসকলি । কোলের কাছে ধরা গোপালের মূর্তি । আদ্যপ্রান্ত ধার্মিক বেশ ধরে বিভিন্ন মন্দিরে ও তীর্থস্থানে ঘুরে বেড়াতেন মধ্যবয়সী এক মহিলা । ভাব জমাতেন মূলত মহিলা ভক্তদের সঙ্গে । ক্রমে শুরু হত বাড়িতে যাতায়ত । তারপর কাউকে বৃন্দাবনে বাড়ি কিনে দেওয়া বা কারোর ছেলেমেয়ের চাকরি করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছেন ওই মহিলা । পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় এমনই এক প্রতারক মহিলার সন্ধান পাওয়া গেছে । বেশ কিছু মহিলা মিলে অন্তত ৪০ লক্ষ টাকা প্রতারণা করে এলাকা থেকে চম্পট দিয়েছেন ওই মহিলা । আজ বুধবার কাটোয়া থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেছেন চরপানুহাট এলাকার বাসিন্দা স্বাতী মণ্ডল নামে ৭৭ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা । শুধু তিনিই নন, কাটোয়া,কেতুগ্রাম ও দাঁইহাট এলাকা মিলে বেশ কিছু মহিলা ও পুরুষ কাটোয়া থানার পুলিশের দ্বারস্থ হন আজ ।
স্বাতী মণ্ডল জানান,ওই মহিলার নাম উপাসনা তেওয়ারি ওরফে কল্পনা । ওই মহিলা তাঁর মেয়ে শুক্লা ভকত, নাতি সুজয় ভকতকে নিয়ে মণ্ডলহাটে ভাড়াবাড়িতে থাকতেন । সেই সূত্রে পরিচয় হয় তার সাথে । তিনি বলেন,’কপালে রসকলি ও কোলে নাড়ুগোপালের বিগ্রহ নিয়ে ঘুরতেন। কাটোয়াসহ আশপাশের বিভিন্ন বৈষ্ণব তীর্থক্ষেত্রে যাতায়াত ছিল তার । হরিনাম সংকীর্তনের দলেও তাকে দেখা যেত । দেখে মনে হত খুব ধার্মিক ।’ তার অভিযোগ,’ওই মহিলা আমাকে বৃন্দাবনে বাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ লক্ষ ৩০ হাজার টাকা নিয়েছে । কিন্তু তারপর বাড়ি কিনে দেওয়া তো দুরের কথা, টাকাটা পর্যন্ত ফেরত দেয়নি৷ তারপর একদিন এলাকা থেকে হঠাৎ উধাও হয়ে যায় উপাসনা তেওয়ারি নামে ওই মহিলা ।’
জানা গেছে,স্বাতী মণ্ডলের সঙ্গে প্রতারণার কথা কানাকানি হতেই তখন জানায় যে তিনিই শুধু প্রতারণার শিকার হননি । এর আগেও ছেলে বা মেয়ের চাকরির প্রতিশ্রুতি দিয়ে আরও কিছু মানুষের লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে পালিয়েছে ওই মহিলা । এদিন স্বাতীদেবী কাটোয়া থানায় অভিযোগ দায়ের করতে এলে বাকি প্রতারিতরাও তার সঙ্গে থানায় আসেন । সকলে মিলে থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রতারক মহিলার সন্ধান চালাচ্ছে ।।

