এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৯ অক্টোবর : ছট পূজোর জন্য মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় ভাগীরথীর দেবরাজঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া দুই তরুন শিবম সাউ (২৫) ও সুজন সাউ(১৮)য়ের দেহ উদ্ধার হয়েছে । আ বুধবার সকালে প্রথমে দাঁইহাটের নয়াচরের কাছে শিবমের দেহ উদ্ধার হয় । বিকেল নাগাদ কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাটের কাছে উদ্ধার হয় সুজনের দেহ । এদিকে দুটি তরতাজা প্রাণ চলে যাওয়ার পর অবশেষে টনক নড়ল পুলিশের । দেবরাজঘাটকে পুলিশ বিপজ্জনক ঘোষণা করে স্নান নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে । “খুবই বিপজ্জনক” লেখা সাইনবোর্ড লাগানোর পাশাপাশি দেবরাজঘাটের নির্দিষ্ট সীমানা পর্যন্ত বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। পুলিশের লাগানো সাইনবোর্ডে জানানো হয়েছে যে দেবরাজঘাটের সামনেই জলের মধ্যে রয়েছে “গভীর খাদ” ।
কাটোয়া ন্যাশনালপাড়ার বাসিন্দা শিবম সাউ ও সুজন সাউ খুড়তুতো ভাই । মঙ্গলবার ছটপূজোর জন্য পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কাটোয়ায় ভাগীরথীর দেবরাজঘাটে গিয়েছিলেন তারা । সকলে একে একে স্নান ও পূজো সম্পন্ন করে উঠে এলেও ওই দুই ভাই আর উঠতে পারেননি। প্রবল স্রোতে তলিয়ে যায় তারা । সম্ভবত পুলিশের উল্লিখিত “গভীর খাদ”-এর মধ্যে পড়েন ।
দুর্ঘটনার পর থেকেই পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাসিভিযান চালিয়ে যাচ্ছিল। কিন্তু কতকাল দুই তরুনের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ তাদের মৃতদেহ দুটি উদ্ধার হয় । দুটি দেহকেই পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুই তরুনের দেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন ও প্রতিবেশীরা।।

