এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ অক্টোবর : ফের এক মৃৎশিল্পির প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে এরাজ্যে । এবারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দিরবাজার বিধানসভা ধনুরহাট অঞ্চল মল্লিকপুর গ্রামের পালপাড়ার বাসিন্দা এক মৃৎশিল্পির রঙ করা একাধিক জগদ্ধাত্রী প্রতিমা রাতের অন্ধকারে ভাঙচুর করে পালিয়ে গেছে অজ্ঞাত দুষ্কৃতীরা । মূর্তি তৈরির কারখানার সামনে কান্নায় ভেঙে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহকর্তীর একটা ভিডিও এক্স-এ শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্য সরকারকে নিশানা করে লিখেছেন,’বাংলাদেশ কেও পেছনে ফেলে দিচ্ছে মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গ ।’
ভিডিওতে শোকাহত মহিলা নিজেকে বাসন্তী দাস নামে পরিচয় দেন । তিনি জানান যে মঙ্গলবার অনেক রাত অব্দি তার স্বামী ও ছেলে প্রতিমা সম্পূর্ণ করার কাজ করছিল । আজ ভোরে ছেলে কারখানায় এসে দেখে একাধিক প্রতিমা ভাঙচুর করা হয়েছে । কোনো প্রতিমার মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে । তিনি কাঁদতে কাঁদতে বলেন,’আমরা কারোর কিছু ক্ষতি করিনি । আমরা গরীব খেটে খুটে খাই । আমরা কারোর চুরি করি না । কি আমাদের এমন সর্বনাশ করে দিল ?’
ভিডিও-এর সাথে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘ছবিগুলি পশ্চিমবঙ্গের মন্দিরবাজারের বটতলা এলাকার ঘটনা, মনে হচ্ছে বাংলাদেশ কেও পেছনে ফেলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ !!! গতকাল রাতে মন্দির বাজারের মল্লিকপুর গ্রামের বটতলাতে একজন পটোদারের ঘরে তৈরী হয়ে যাওয়া একাধিক মা জগদ্ধাত্রী’র প্রতিমা ভাঙচুর করা হয়েছে, প্রতিমার মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছে।
হিন্দুদের পুজো হবে তাই প্রতিমা ভাঙচুর করতেই হবে। পশ্চিমবঙ্গে এই প্রবণতা বাড়ছে। হিন্দুদের আস্থা, বিশ্বাসে তাদের ধর্ম পালনে বাধা দান করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সীমাহীন তোষণ আর পুলিশের প্রশ্রয়ের ফল ভোগ করছে পশ্চিমবঙ্গে হিন্দুরা। এই তোষণকারী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সরকারকে বিদায় না জানানো অবধি এই পরিস্থিতি বদলাবে না।’ বাসন্তী দাস জানান যে তার স্বামী ও ছেলে থানায় অভিযোগ দায়ের করতে গেছেন ।।

