এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৮ অক্টোবর : জাতীয় আইনসভা নির্বাচনে বিশাল জন সমর্থন নিয়ে ক্ষমতায় আসার পরেই বামপন্থীদের বিরুদ্ধে তোপ দাগলেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মিলে(Javier Milei)৷ বামপন্থীদের “ঘৃণিত” ও “নোংরা” আখ্যা দিয়ে “এক ইঞ্চি জমি” না ছাড়ার হুঙ্গার দিয়েছেন তিনি । একটি টিভি চ্যানেলের সাথে সাক্ষাৎকারের সময় বামপন্থীদের নাম শুনতেই রাগে মুখচোখ লাল হয়ে যায় তার । জাভিয়ের মিলে বলেন,’আপনি ঘৃণিত বামপন্থীদের এক ইঞ্চিও স্বভাবের পরিবর্তন করতে পারবেন না ।’
প্রতিবেদক প্রশ্ন করেন,’আপনি বামপন্থীদের ‘ঘৃণিত’ বলছেন কেন?’ উত্তরে জাভিয়ের মিলে বলেন,’কারণ তারা বাস্তবিকই খারাপ ! তারা তোমাকেও মেরে ফেলবে ! যদি তুমি তাদের এক ইঞ্চিও অনুকম্পা দেখাও, তারা তোমাকে ধ্বংস করে দেবে ! তুমি বামপন্থীদের সমালোচনা করতে পার না । তুমি আবর্জনার সাথে আলোচনাও করতে পারবে না, কারণ তারা তোমাকে শেষ করে ছাড়বে ।’ দেশের প্রকৃত নাগরিকদের স্বার্থে বামপন্থীদের এক ইঞ্চিও জমি না ছাড়ার হুঙ্কার দেন জাভিয়ের মিলে ।
তবে শুধু জাভিয়ের মিলেই নন,বামপন্থীদের প্রতি আর্জেন্টিনার সাধারণ মানুষের কি অপরিসীম ঘৃণা কাজ করছে তা এবারের নির্বাচনের ফলাফল থেকেই স্পষ্ট । গত রবিবার ভোটের পর আর্জেন্টিনার আনুষ্ঠানিক ফলাফল সামনে এসেছে । গননায় জাভিয়ের মিলের লা লিবার্তাদ আভাঞ্জা পার্টি ৪০.৮% ভোট পেয়েছে, যেখানে পেরোনিস্ট বামপন্থী দল মাত্র ২৪.৪% ভোট পেয়েছে। ৯০ শতাংশের অধিক গণনা সম্পন্ন হয়েছে। এখনো পর্যন্ত ভবিষ্যদ্বাণীর চেয়েও অনেক ভালো ফলাফল করেছে মিলের দল । রবিবার বুয়েনস আইরেসের কেন্দ্রস্থলে তার সমর্থকরা যখন লা লিবার্তাদ আভাঞ্জা পার্টির সমর্থকরা যখন উল্লাস করছিল,মিলেই তাদের মাঝে গিয়ে উল্লাস প্রকাশ করেন। তিনি তখন বলেন,”আজ আমরা এক সন্ধিক্ষণ অতিক্রম করেছি। আজ আমরা একটি মহান আর্জেন্টিনার নির্মাণ শুরু করতে চলেছি ।” উল্লেখ্য,আর্জেন্টিনার জাতীয় আইনসভা নির্বাচনে জাভিয়ের মিলের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । বামপন্থী মিডিয়ার দাবি যে মিলেকে জেতাতে কোটি কোটি ডলার ব্যয় করেছিলেন ট্রাম্প । কিন্তু বাস্তব ঘটনা হল,উদার অভিবাসন নীতি,দুর্নীতি এবং হাজার হাজার সরকারি চাকরি বাতিলের ঘটনা পেরোনিস্ট বামপন্থী দলের পতনের মূল কারন ।।

