এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ অক্টোবর : দিন তিনেক আগে তিনটি সন্তান প্রসব করেছিল একটি মা পথ কুকুর । যদিও দুটি শাবক বেশিক্ষণ বাঁচেনি । এদিকে সাপের কামড়ে মারা যায় মা কুকুরটি৷ তার একমাত্র ক্ষুধার্ত শাবকটি সমানে রাস্তায় পড়ে থাকা মৃত মায়ের স্তন পান করে যাচ্ছে । পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মুরাতিপুর মনসাতলার এই দৃশ্য দেখে অনেকের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে ৷ তারাই খবর দেয় শেখ আমির নামে এক পশুপ্রেমী যুবককে । শেষে ওই যুবক কুকুর শাবকটিকে বাঁচাতে উদ্যোগী হন । পাশাপাশি তিনি মৃত সারমেয় মায়ের সৎকার করেন ।
স্থানীয় গৃহবধূ শম্পা দে বলেন,’মাত্র তিনদিন আগে ওই কুকুরটার তিনটে বাচ্চা হয়েছিল । কিন্তু দুটো বাচ্ছা বাঁচেনি । একমাত্র জীবিত বাচ্ছাটিকে ছেড়ে মা কুকুরটি সাধারণ কোথাও যেত না । আজ সোমবার সকালে দেখা যায় মা মরে পড়ে আছে, বাচ্ছাটি সমানে মায়ের স্তন পান করে যাচ্ছে ।’
শম্পাদেবী জানান, রবিবার রাত্রি পর্যন্ত একমাত্র বাচ্ছাকে আগলে রেখেছিল মা কুকুরটি । তার অনুমান, রাতের দিকে কোনো বিষধর সাপের আক্রমণ থেকে সন্তানকে বাঁচাতে হয়ত মা কুকুরটি এগিয়ে আসে । আর সেই সময় সাপটি তার শরীরের ছোবল বসিয়ে দিলে সেই বিষেই মা কুকুরের মৃত্যু হয় বলে মনে করছেন তিনি । তিনি বলেন,’আমাদের মনসাতলার পিছনে ঝোপঝাড়ে সাপের খুব উপদ্রব আছে। তাই আমি নিশ্চিত যে কুকুরটি সাপের কামড়ে মারা গেছে ।’
জানা গেছে, শম্পাদেবীই একই এলাকার বাসিন্দা আমিরকে ফোন করে ঘটনার কথা জানালে তিনি সেখানে ছুটে আসে । প্রথমে তিনি মৃত মা কুকুরের সৎকারের ব্যবস্থা করেন । সেই সাথে শাবটির প্রাথমিক পরিচর্যা ও দুধ পান করান৷ এরপর তিনি কুকুরের বাচ্ছাটিকে নিজের বাড়িতে নিয়ে যান । আমির বলেন,’বাচ্ছাটা খুব ছোটো । পূর্ব অভিজ্ঞতা না থাকলে অন্য কেউ তার ঠিকমত পরিচর্যা করতে পারবে না । তাই বাচ্ছাটি একটু বড় না হওয়া পর্যন্ত আমিই তাকে আমার বাড়িতে রেখে দেখভাল করব।’।

