এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ অক্টোবর : প্রায় এক মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া ঝাড়গ্রামের এক আদিবাসী মহিলাকে বাড়ি ফেরালো পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । রবিবার রাতে বছর বিয়াল্লিশের ওই মহিলা ভাতারের ওড়গ্রাম জঙ্গলের রাস্তায় একা উদভ্রান্তের মত ঘোরাঘুরি করার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে । আজ সোমবার মহিলাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় । শ্রীমতি মুর্মু নামে ওই মহিলা ঝাড়গ্রাম জেলার বিনপুর থানা এলাকার বাসিন্দা ।
পুলিশ সূত্রে জানা গেছে,রবিবার রাতে স্থানীয় এলাকা থেকে ভাতার থানার পুলিশের কাছে খবর আসে যে ওড়গ্রাম জঙ্গলের রাস্তায় একা একা উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছেন মধ্য বয়সী এক আদিবাসী মহিলা । খবর পেতেই সেখানে একটি দল পাঠান ভাতার থানার ওসি সরিফুল শেখ । কিন্তু মহিলার সঙ্গে কথা বলতে গিয়ে বিপাকে পড়তে হয় পুলিশকে৷ কারন তিনি সাঁওতালি ভাষা ছাড়া অন্য ভাষা জানেন না । যেকারনে রাতেই আদিবাসী সংগঠনের স্থানীয় নেতৃত্বকে থানায় আসার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয় । তারা আসার পর মহিলার সঙ্গে কথপোকথন শুরু হয় । তখন জানা যায় যে মহিলার নাম শ্রীমতি মুর্মু। তার বাড়ি ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার শিলদা শ্যামসুন্দর এলাকায়। রবিবার রাতেই ভাতার থানা থেকে মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়৷ আজ সোমবার দুপুর নাগাদ পরিবারের লোকজন ভাতার থানায় এলে মহিলাকে তাদের হাতে তুলে দেয় পুলিশ ।
পরিবার জানায় যে শ্রীমতি মুর্মু মানসিকভাবে অসুস্থ । মাস খানেক আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যান । অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে তারা ঝাড়গ্রাম থানায় একটা নিখোঁজ ডাইরিও করেন৷ কিন্তু পুলিশও ওই মহিলার কোনো হদিশ করতে পারেনি । কিভাবে ওই মহিলা ভাতারে এলেন তা তদন্ত করে দেখছে পুলিশ ।।

