এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ অক্টোবর : তৃণমূল নেতাদের চুরির তালিকায় এবারে “নদী” সংযুক্ত হয়েছে । তৃণমূল নেতারা চাকরি-রেশন- বালি-কয়লা-গরু চুরি নয়, আস্ত নদী চুরি করছে বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর অভিযোগ যে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ এবং বাদুড়িয়া উত্তর ব্লকের যুব তৃণমূল সভাপতি সম্বরণ মিস্ত্রি ওরফে বাবুসোনা ইছামতি নদীর উপর তঁতুলিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় নদীর জমি দখল করে ভেড়ি বানাচ্ছেন । ফলে নদী সঙ্কুচিত হয়ে এলাকাবাসীকে বন্যার বিপদের মুখে ঠেলে দিচ্ছে ।
সেতু থেকে তোলা নদী গর্ভে নির্মিত ভেড়ি ভিডিও ফুটেজ এক্স-এ শেয়ার করে শুভেন্দু অধিকারী লিখেছেন,’চাকরি চুরি, রেশন চুরি, বালি, কয়লা, গরু চুরি এতদিন তৃণমূলের এইসব চুরি সম্পর্কে রাজ্যের জনগণ অবহিত। এবার তৃণমূলের একটা নতুন কীর্তি ‘নদী চুরি’…উত্তর ২৪ পরগনায় ইছামতি নদীর উপর তঁতুলিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় তৃণমূল নেতাদের মদতে ইছামতি নদীর জমি দখল করে চলছে ভেড়ি বানানোর কাজ। যার ফলে নদী সঙ্কুচিত হয়ে যাচ্ছে, নদীর গতিপথ রুদ্ধ হচ্ছে, বন্যার আশঙ্কা বাড়ছে ঐ এলাকায়।
বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির ২ বারের ভূমি কর্মাধ্যক্ষ এবং বাদুড়িয়া উত্তর ব্লকের যুব তৃণমূল সভাপতি সম্বরণ মিস্ত্রি ওরফে বাবুসোনা এই কাজের সাথে সরাসরি যুক্ত। বাদুড়িয়া বিএলআরও দপ্তরের যত দুর্নীতি এই বাবুসোনার হাত দিয়েই হয় যার মাথায় আবার প্রভাবশালী বিধায়কের সরাসরি হাত রয়েছে।আসলে তৃণমূল মানেই চোর।’ যদিও এক অভিযোগ প্রসঙ্গে শাসকদল বা স্থানীয় প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি।।

